হারুন, নওফেল ও জাহাঙ্গীরসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই এবিএম শাহরিয়ার, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে।
চলতি বছরের অক্টোবরে হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার বাসভবনে কর্মরত জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দুদক জানায়, সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার যোগসাজশে স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৫৪৮ টাকা এবং তার ভাই এবিএম শাহরিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে তিনটিতেই হারুনকে আসামি করা হয়েছে।
আর মহিবুল হাসান চৌধুরী নওফেল অবৈধ উপায়ে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে জানিয়েছে দুদক।