জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ
জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। সিরিজের চতুর্থ হলেও বাংলাদেশ-জিম্বাবুয়ে উভয় দলের এটি তৃতীয় ম্যাচ। আজ জিম্বাবুয়েকে হারাতে পারলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
ওদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ নেই জিম্বাবুয়ের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচটি। খবর বাসস ও ইউএনবির।
টুর্নামেন্টের লিগ পর্বের প্রথম ধাপ শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে আফগানিস্তান। লিগের প্রথম পর্বের দু’ম্যাচেই জয় পেয়েছে তারা। দুটি খেলায় একটিতে জিতেছে বাংলাদেশ। আর দুটির মধ্যে কোনোটিতেই জয় পায়নি জিম্বাবুয়ে। তাই আফগানিস্তানের পয়েন্ট ৪, বাংলাদেশের ২ ও জিম্বাবুয়ের শূন্য। তিন দলেরই দুটি করে ম্যাচ রয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে জিম্বাবুয়ের ম্যাচ বাকি থাকবে মাত্র একটি। নিজেদের শেষ ম্যাচে জিতলেও জিম্বাবুয়ের পয়েন্ট হবে ২। বাংলাদেশ বা আফগানিস্তানের ৪ পয়েন্ট টপকে যাবার সুযোগ থাকবে না ওদের হাতে।
আর আজ বাংলাদেশের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিবে জিম্বাবুয়ে। বাংলাদেশ চলে যাবে ফাইনালে। বাংলাদেশের সঙ্গে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানেরও।
আজ হেরে গেলেও অবশ্য বাংলাদেশের ফাইনালে যাবার সুযোগ থাকবে। তখন ফাইনাল খেলার সুযোগ তৈরি হবে জিম্বাবুয়েরও। সেক্ষেত্রে লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচটি বাংলাদেশ-জিম্বাবুয়ে উভয়ের জন্যই হবে বাঁচা-মরার লড়াই। তাদের শেষ ম্যাচ হবে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে। যারা ফাইনালের পথে বেশ ভালোভাবেই টিকে আছে।
এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে দশবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ৬টিতে জিতেছে বাংলাদেশ। ৪টিতে হার জিম্বাবুয়ের।
আক্রমণাত্মক খেলবে টাইগাররা
আজ শতভাগ আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ, এটাই জানালেন টাইগার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭ সেপ্টেম্বর ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের একটা মোমেন্টাম জরুরি। একটা ম্যাচ জেতা আসলে দরকার। আমরা প্রথম ম্যাচ জিতেছি এবং একটা ম্যাচ হেরেছি। পরবর্তী ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব। শতভাগ আক্রমণত্মক ক্রিকেটই খেলব।”
বাংলাদেশ দলের কি আত্মবিশ্বাসে আসলেই ঘাটতি আছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেন, “ব্যাটসম্যানরা যখন রান পায় না তখন আত্মবিশ্বাস কম থাকবে সেটাই স্বাভাবিক। মূলত আমরা ম্যাচটা হেরে যাচ্ছি হয়তো ২০ রানের মতো ব্যবধানে। আফগানিস্তানের কাছে আমরা ২৫ রানে হেরেছি। তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক কমে গেছে। আমাদের পরিকল্পনায় ভুল ছিল।”
আফগানিস্তানের স্পিনারদের সামলাতে বেশ সমস্যা হচ্ছে বাংলাদেশের। এমনটা স্বীকারও করলেন মোসাদ্দেক, “তাদের বেশিরভাগই রিস্ট স্পিনার এবং তাদের বিপক্ষে আক্রমণাত্মকভাবে খেলা যায় না। তাই আমাদের আরও উন্নতি করতে হবে এবং নিজেদের দক্ষতা আরও ভালোভাবে প্রয়োগ করতে হবে।”
প্রসঙ্গ দলের অধিনায়কত্ব
সাকিবের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হওয়ায়, মোসাদ্দেককে দায়িত্ব দেওয়ার গুঞ্জনও উঠেছে। তবে এ ব্যাপারে কিছুই জানেন না মোসাদ্দেক।
“আসলে আমি এ ব্যাপারে জানি না কিছুই। যখন এ রকম কথা হবে অবশ্যই ওরা আমার সঙ্গে কথা বলবেন। সেটা আলোচনাসাপেক্ষে হয়তো আমি চিন্তা করব।”
তবে, অধিনায়ক নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ ম্যানেজমেন্টের বলে এসব নিয়ে আপাতত ভাবতে চান না মোসাদ্দেক।
“‘আসলে বর্তমান অবস্থায় ওভাবে চিন্তা করছি না। ম্যানেজমেন্টে যারা আছে তারা খুব ভালো বলতে পারবে। টিমে অবদানের কথা যদি বলেন, সবাই পারফর্ম করা শুরু করেছে এবং চেষ্টা করছে অবদান রাখার। আমি মনে করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আমি কতটুকু অবদান রাখতে পারছি। এখন আমি এটার ওপর ফোকাস করছি।”
দলে রদবদল
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করতে তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াডে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন।
সৌম্য সরকার, আবু হায়দার রনি, মেহেদী হাসান এবং ইয়াসিন আরাফাতকে বাদ দেয়া হয়েছে। অন্যদিকে শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মাদ নাঈম শেখ এবং আমিনুল ইসলাম বিপ্লবকে স্কোয়াডে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর শফিউল এবং রুবেল ডাক পেয়েছেন। অন্যদিকে নাজমুল, নাঈম এবং আমিনুল প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ দিলেন।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টিভি।