চীনে পাইপলাইনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি রাশিয়ার
গত ২০ ডিসেম্বর রাশিয়া থেকে চীনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে রপ্তানি করা হয়েছে। এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম পিজেএসসির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
তবে রপ্তানিকৃত গ্যাসের পরিমাণ কত, সেটি সুনির্দিষ্ট করেনি গ্যাজপ্রম। এর আগে সর্বোচ্চ গ্যাস রপ্তানি করা হয়েছিল গত ৭ ডিসেম্বরে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ইউরোপের সাথে রাশিয়া জ্বালানি ব্যবসা কিছুটা মন্থর হয়ে পড়েছে। তবে পাওয়ার অব সাইবেরিয়ান পাইপলাইন শুরুর পর গত পাঁচ বছরে চীনে গ্যাস সরবারাহের পরিমাণ ক্রমশ বেড়েছে। সেক্ষেত্রে চলতি বছর দেশটিতে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস রপ্তানি প্রথমবারের মতো ইউরোপকেও ছাড়িয়ে গেছে।
রাশিয়া গত জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে চীনে প্রায় ২৯ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাইপলাইনে রপ্তানি করেছে। যা ব্লুমবার্গের হিসেবে গত বছরের তুলনায় ৪০ গুণ বেশি।
এদিকে ইউরোপিয়ান দেশগুলোতে জানুয়ারি থেকে নভেম্বর মাসে গ্যাজপ্রমের গ্যাস সরবারাহ করেছে ২৮ বিলিয়ন কিউবিক মিটার। যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহের যে চুক্তি ছিল সেটি পুতিন ও জেলেনস্কি কেউই আর সময়সীমা বৃদ্ধি করতে সম্মত হয়নি। অথচ রুটটি দিয়ে বছরে প্রায় ১৫ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস ইউরোপে রপ্তানি হয়। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী বছর রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবারাহের পরিমাণ আরও কমবে।
অনুবাদ: মো: রাফিজ খান