হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আজ (২৩ ডিসেম্বর) ঢাকায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি মেনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কোনো বাধা নেই।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন হয়েছে বলেও জানান।
তিনি বলেন, গতকাল (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কমিশন গঠন সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন।