হত্যা মামলায় ৩ আলোচিত আসামিকে দায়মুক্তির চেষ্টাকারী তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র আন্দোলনের হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে তিন আলোচিত আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টায় জড়িত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'যিনি এমন কাজ করেছেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি বর্তমানে ছুটিতে আছেন। তবে ছুটি বেশিদিন স্থায়ী হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'এ ধরনের কাজ আমরা কখনো প্রশ্রয় দিই না।'
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এভাবে চার্জশীট বা তদন্ত প্রতিবেদন দাখিল করার নিয়ম নেই। কিন্তু তদন্তকারী কর্মকর্তা সেটা মানেননি।
এর আগে বুধবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, নিউমার্কেট এলাকায় ছাত্র আন্দোলনের সময় নিহত সবুজ ও শাজাহান হত্যা মামলায় তিন আসামিদের দায়মুক্তি দিতে এক পুলিশ কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে তাদের নাম অন্তর্ভুক্ত করেননি।
প্রতিবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, এবং এনটিএমসির (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
তবে আদালতে জমা দেওয়ার আগেই বিষয়টি ধরা পড়ায় মামলাগুলোর তদন্ত পুনরায় শুরু হয়েছে।
নথি ও পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তদন্ত কর্মকর্তা তার গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় গোপন রেখে থানা-পুলিশের পরিচয়ে এ চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেছিলেন। এতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদনও নেননি।
বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যান।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।