ফের দাবা চ্যাম্পিয়নশিপে ফিরছেন ম্যাগনাস কার্লসেন
বিশ্ব দাবা সংস্থা (ফিদে) তাদের ড্রেস কোড শিথিল করার ঘোষণা দেওয়ায়, ফের ওয়ার্ল্ড র্যাপিড অ্যান্ড ব্লিটজ চেজ চ্যাম্পিয়নশিপে ফেরার কথা জানিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। খবর বিবিসির
এর আগে, ফিদে তাকে জিন্স পরে খেলতে না দেওয়ায়, গত শুক্রবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপ থেকে পদত্যাগ করেন কার্লসেন।
পরবর্তীতে ফিদে জানায়, তারা তাদের ড্রেস কোড শিথিল করবে।
এই ঘোষণার পরই ৩৪ বছর বয়সী নরওয়ের এই খেলোয়াড় জানিয়েছেন, সোমবার থেকে তিনি প্রতিযোগিতায় ফিরবেন এবং খেলার সময় জিন্স পরেই খেলবেন।
গত সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন কার্লসেনকে টুর্নামেন্টের ড্রেস কোড লঙ্ঘনের জন্য ২০০ ডলার জরিমানা করা হয়েছে। চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, জিন্স পরা 'স্পষ্টভাবে নিষিদ্ধ'।
তিনি সেসময় বলেছেন, তিনি লাঞ্চ মিটিংয়ের জন্য জিন্স পরেছিলেন এবং টুর্নামেন্টে যাওয়ার সময় 'অন্য আরেকটি ট্রাউজার পাল্টানোর কথা তার মনে আসেনি'।
একই শার্ট, ব্লেজার এবং জিন্স পরে কয়েক রাউন্ড খেলার পর তাকে জানানো হয়েছিল যে তিনি ড্রেস কোড লঙ্ঘন করেছেন।
ফিদে চ্যাম্পিয়নশিপের ড্রেস কোডে বলা হয়েছে, পুরুষদের জন্য 'গাঢ় রঙের ট্রাউজার্স' পরা বাধ্যতামূলক। তবে বিজনেস ক্যাজুয়াল ড্রেস কোড প্রযোজ্য হলে জিন্স পরা নিষিদ্ধ
এই গ্র্যান্ডমাস্টার পরবর্তী দিন থেকে ড্রেস কোড অনুসরণের প্রস্তাব দিয়েছিলেন। তবে ফিদে তাকে তৎক্ষণাৎ জিন্স পরিবর্তনের কথা জানালে, তিনি তা করতে অস্বীকৃতি জানান।
কার্লসেন তখন প্রতিযোগিতা থেকে সরে আসেন এবং শহর ছেড়ে চলে যাওয়ার কথা বলেন।
তিনি বলেন, 'আমি সম্ভবত এমন কোথাও যাব যেখানে এখানকার তুলনায় একটু ভালো আবহাওয়া থাকবে।'
স্থানীয় সময় রবিবার নিজেদের ড্রেস কোডে পরিবর্তনের ঘোষণা দিয়ে ফিদে সভাপতি আর্কাদি ডভর্কোভিচ বলেন, তিনি বিশ্ব ব্লিটজ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের কর্মকর্তাদের স্যুটের সঙ্গে 'মানানসই জিন্স' এবং অন্যান্য 'মার্জিত ছোটখাটো বিচ্যুতি' সম্বলিত পোশাক পরে খেলার অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করার অনুমতি দেবেন।
তিনি বলেন, 'নিয়মটি খুব সহজ: এখনও অফিসিয়াল ড্রেস কোড অনুসরণ করতে হবে, তবে 'মার্জিত ছোটখাটো বিচ্যুতির' [যার মধ্যে বিশেষভাবে স্যুটের সঙ্গে মানানসই জিনসও অন্তর্ভুক্ত থাকতে পারে] অনুমোদন দেওয়া হবে।'
তিনি বলেন, 'টুর্নামেন্টের কর্মীরা নির্ধারণ করতে সহায়তা করবেন যে পোশাকগুলো শিথিল কোডের সঙ্গে মানানসই কি না।'
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কার্লসেন বলেন, 'ওহ, আমি অবশ্যই আগামীকাল জিন্স পরে খেলব।'
এর আগে ফিদে জানিয়েছিল, 'সব অংশগ্রহণকারীর জন্য ন্যায্যতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে' তাদের ড্রেস কোড নীতিমালা তৈরি করা হয়েছে।