শিবিরকে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াতের আমির ডা. শফিকুরের
শিবিরকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "তোমাদের আগামীর যুদ্ধ হবে ক্যাম্পাসে চাপাতি, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজদের বিরুদ্ধে। তোমরা এদেরকে যেকোনো মূল্যে ক্যাম্পাসে ঢুকতে দিবেনা, যেকোনো মূল্যে তাদের বিতাড়িত করতে হবে।"
আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিবিরের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, "শিবিরকে বলবো তোমাদের কাজ হবে শিক্ষাঙ্গনে তোমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। যাদের মধ্যে সততা, যোগ্যতা ও দেশপ্রেম থাকে তাদেরকে নিয়েই তোমরা এগিয়ে যাবে।"
আওয়ামী লীগের বিষয়ে জামায়াতের আমির বলেন, "আওয়ামী লীগ দেশের মানুষের বিপরীতে গত ১৫ বছরে যুদ্ধ ঘোষণা করে রেখেছে, কিন্তু শিক্ষার্থী ও জনতার গণ আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার আজ পালিয়ে গেছে।"
তিনি আরও বলেন, "তারা ক্ষমতায় থাকলেও মানুষদের হত্যা করে, ক্ষমতার বাহিরে গেলেও তারা মানুষের উপর চোরাগুপ্ত হত্যা চালায়। ২৪-এর আন্দোলনে যে-সব ফ্যাসিস্ট গণহত্যা চালিয়েছে প্রত্যেকের বিচার করতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবেনা।"
তিনি বলেন, "তারা গত ১৫ বছরে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজকে অস্ত্রাগার বানিয়েছে। যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারও চুপ থেকেছেন।"