বেক্সিমকোর তিন কোম্পানিতে স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছে বিএসইসি
এই কোম্পানিগুলি হলো- বাংলাদেশ এক্সপোর্ট-ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকস।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন তিনটি তালিকাভুক্ত কোম্পানিতে স্বাধীন পরিচালক নিয়োগ করেছে।
এই কোম্পানিগুলি হলো- বাংলাদেশ এক্সপোর্ট-ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকস।
বিএসইসির এক চিঠিতে বলা হয়েছে, তিন বছরের জন্য পরিচালকদের নিয়োগ দেওয়া হয়েছে।
কমিশনের মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, 'কোম্পানিগুলোরর বোর্ডে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে কমিশন পরিচালকদের নিয়োগ দিয়েছে।'