১২ মাসে ১২টি গান রিলিজ রাফি আলমের
গান রিলিজ যখন ক্রমেই কমে আসছে, সেই সময় ১২ মাসে ১২টি গান রিলিজ করে বিরল নজির গড়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী রাফি আলম।
গত বছরের জানুয়ারিতে 'কথা দাও' গানটির মাধ্যমে রাফি আলমের উদ্যোগের শুরু। সর্বশেষ ডিসেম্বরে রিলিজ করেন 'তোমার নেশা' গান। রক, পপসহ বিভিন্ন ঘরানার মিশেল ঘটেছে গানগুলোতে।
১২ মাসে রিলিজ করা রাফির ১২টি গান হচ্ছে: 'কথা দাও', 'তুই ছাড়া', 'পাখিরে তুই', 'ফোরট্রেস অভ ক্যাওস', 'অচেনা শহরে', 'নিজের মতো', 'জোনাকি', 'মৃত্যুর কোরাস', 'মুগ্ধ', 'সংশপ্তক (ইপি)', 'আমারে আসিবার কথা কইয়া' ও 'তোমার নেশা'।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত রাফি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত। ২০০৫ সালে ঢাকার বিভিন্ন ব্যান্ডে ড্রামার হিসেবে তার সংগীত ক্যারিয়ারের শুরু। তবে গত আট বছরে ভোকালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। গত এক বছর ধরে তিনি নিজের একক সংগীত চর্চায় মনোনিবেশ করেছেন।
এক বছরের মধ্যে ১২টি গান রিলিজের বিষয়ে রাফি বলেন, 'একক সঙ্গীর চর্চায় মনোযোগ দেওয়ার পর থেকেই ১২ মাসে ১২টি গান রিলিজ করার এই স্বপ্নটা ছিল আমার। এই লক্ষ্য অর্জন করতে পেরে আমি রোমাঞ্চিত।'
গত বছর রাফির রিলিজ হওয়া ১২টি গানের মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের রেশও। জুলাইয়ে বাংলাদেশে ঘটে যাওয়া আন্দোলনের সময় এই শিল্পীর দুটি গান রিলিজ হয়।
জুলাই আন্দোলনের সময় বাংলাদেশি ব্যান্ড 'আপেক্ষিক'-এর সঙ্গে যৌথভাবে রাফি আলম রিলিজ করেন তরুণ প্রতিবাদীদের সাহস ও মানবতা থেকে অনুপ্রাণিত হয়ে রচিত গান 'মৃত্যুর কোরাস'। এর কদিন পরই আন্দোলনে তরুণদের সাহসিকতা ও দৃঢ়তায় মুগ্ধ হয়ে 'মুগ্ধ' শিরোনামে আরেকটি গান রিলিজ করেন তিনি।
এছাড়া সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফার সঙ্গে 'নিজের মতো' শিরোনামে একটি গান রিলিজ করেন তিনি।
এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে রাফি আলম রিলিজ করেন 'সংশপ্তক' শিরোনামে চারটি রবীন্দ্রসংগীতের একটি ইপি।
ডিসেম্বরে রিলিজ হয় রাফির নতুন গান 'তোমার নেশা'। গানটি প্রযোজনা করেছেন সংগীতশিল্পী অটামনাল মুন। গানটি ইতিমধ্যে ইউটিউব ও স্পটিফাইতে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছে।
ডিসেম্বরে ঢাকায় দুটি কনসার্টের মাধ্যমে শেষ হয় রাফি আলমের বছর। এই শিল্পী এখন নতুন একক অ্যালবাম নিয়ে কাজ করছেন, যা প্রযোজনা করবেন রায়েফ আল হাসান রাফা।