তদন্ত শুরু হয়েছে রোনালদোর বিরুদ্ধে
পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেরা তারকা করোনায় আক্রান্ত হওয়ায় বিপদেই পড়তে হয়েছে জুভেন্টাসকে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ খেলাতে আক্রান্ত অবস্থাতেই রোনালদোকে ইতালিতে নিয়ে আসে জুভেন্টাস। এই ঘটনায় বিপাকে পড়েছেন হয়েছে রোনালদোকে।
করোনাভাইরাস মহামারির কঠিন এই সময়ে আক্রান্ত অবস্থায় ইতালিতে ফিরে রোনালদো দেশটির স্বাস্থ্য বিধি ভেঙেছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বিষয়টি জানিয়েছেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনচেঞ্জো স্পাদাফোরা।
রোনালদো ইতালিতে ফেরায় বিষয়টি নিয়ে বেশ আগে থেকেই কথা বলে আসছেন স্পাদাফোরা। আক্রান্ত অবস্থায় রোনালদো কীভাবে ইতালিতে ফিরলেন, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবার তিনি জানালেন, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে নিয়ে তদন্ত শুরু হয়েছে।
ইতালিয়ান সংবাদমাধ্যম আরএআইয়ের চে তেম্পো চে ফা প্রোগ্রামে দেশটির ক্রীড়ামন্ত্রী বলেন, 'ইতালিতে ফিরে রোনালদো করোনাভাইরাসের প্রোটোকলকে সম্মান করেননি। সরকারি কৌঁসুলি অফিস থেকে এটা প্রমাণ করার জন্য তদন্ত চলছে।'
স্পাদাফেরা আরও বলেন, 'করোনাভাইরাস প্রমাণ করে দিয়েছে কেউ-ই এর ঊর্ধ্বে নয়। প্রায় সব মানুষই বিধিনিষেধ মানার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত ঘরে থাকাটাই একমাত্র সমাধান। এই মুহূর্তে ফুটবল বন্ধ করার ইচ্ছা নেই আমাদের। তবে সিরি 'এ'র নিজস্ব একটি প্রটোকল আছে এবং রোনালদো এটার প্রতি সম্মান দেখায়নি।'
রোনালদোকে ছাড়া কঠিন সময়ই যাচ্ছে জুভেন্টাসের। চ্যাম্পিয়ন্স লিগে ডাইনামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলে জিতলেও লিগে দুই ম্যাচে জয়হীন তারা। টানা দুই ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। ৫ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে জুভেন্টাস। ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে তারা।