ইতালির যে গ্রামের বাসিন্দাদের অসুস্থ হওয়া নিষেধ
ইউরোপের দেশ ইতালির একটি ছোট্ট গ্রামের নাম বেলকাস্ত্রো। সম্প্রতি এখানকার বাসিন্দাদের গুরুতর কোনো রোগে আক্রান্ত হতে নিষেধ করা হয়েছে। খবর বিবিসির
স্থানীয় মেয়র আন্তোনিও তোরচিয়ার দেওয়া এক নির্দেশে বেলকাস্ত্রোতে বসবাসকারী মানুষদের জরুরি চিকিৎসা সহায়তার প্রয়োজন হতে পারে এমন কোনো রোগে আক্রান্ত হতে নিষেধ করা হয়েছে।
বেলকাস্ত্রো গ্রামটি ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া অঞ্চলে অবস্থিত। ক্যালাব্রিয়া ইতালির অন্যতম দরিদ্র অঞ্চল।
তোরচিয়া বলেছেন, এই পদক্ষেপটি 'স্পষ্টই হাস্যকর ও বিতর্কিত'। তবে স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংকটগুলো জানিয়ে আঞ্চলিক কর্তৃপক্ষকে পাঠানো জরুরি নোটিশগুলোর চেয়ে, এটি বেশি প্রভাব ফেলেছে।'
মেয়র জানান, বেলকাস্ত্রোর ১২০০ বাসিন্দার প্রায় অর্ধেকের বয়সই ৬৫ বছরের বেশি এবং সবচেয়ে কাছের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি (এঅ্যান্ডই) বিভাগটি ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে অবস্থিত।
তিনি আরও বলেন, শুধুমাত্র ৩০ কিমি/ঘণ্টা (১৮ মাইল/ঘণ্টা) গতিসীমার একটি সড়ক দিয়ে ওই এঅ্যান্ডই বিভাগে যাওয়া যায়।
গ্রামের অন-কল ডাক্তার বা জরুরি চিকিৎসাসেবা বিভাগ শুধু মাঝে মাঝে খোলা থাকে এবং সাপ্তাহিক ছুটির দিন, ছুটির সময় বা নির্দিষ্ট সময়ের পরে এখানে আর কোনো সেবা পাওয়া যায় না।
তোরচিয়া ইতালীর এক টেলিভিশনকে বলেন, 'আপনি যখন জানেন যে আপনার সাহায্যের প্রয়োজন হলে একমাত্র আশা হলো সময়মতো সেখানে [এঅ্যান্ডই] পৌঁছানো' এবং সেখানে পৌঁছানোর রাস্তাটিও 'যে কোনো রোগের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ'; এ অবস্থায় নিরাপদ বোধ করা কঠিন।
মেয়রের নির্দেশে, মানুষের স্বাস্থের জন্য 'ক্ষতিকর কোনো কাজ না করতে এবং বাড়িতে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে' বলা হয়েছে বাসিন্দাদের। এছাড়া তাদের 'খুব ঘন ঘন বাড়ি থেকে বের না হতে, ভ্রমণ বা খেলাধুলা চর্চা করতে এবং [এগুলোর পরিবর্তে] বেশিরভাগ সময় বিশ্রামে থাকার' নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই নতুন নিয়মগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, তা এখনও স্পষ্ট নয়।
ক্যালাব্রিয়া একটি কম জনবসতিপূর্ণ অঞ্চল এবং এটি দেশের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি।
রাজনৈতিক অব্যবস্থাপনা এবং মাফিয়া হস্তক্ষেপের কারণে এই অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫ বছর আগে এই অঞ্চল কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রশাসনের অধীনে ছিল।
রোমের নিযুক্ত কমিশনাররা হাসপাতালগুলোর বিপুল পরিমাণ ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। যার ফলে ক্যালাব্রিয়ার বাসিন্দারা চিকিৎসক ও বেডের ঘাটতিসহ নানা সমস্যায় ভুগছেন।
২০০৯ সাল থেকে এই অঞ্চলের ১৮টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ফলে ক্যালাব্রিয়ার প্রায় দুই মিলিয়ন বাসিন্দার প্রায় অর্ধেক মানুষ চিকিৎসা সহায়তার জন্য এই অঞ্চলের বাইরে যেতে বাধ্য হচ্ছেন।
২০২২ সালে ঘোষণা করা হয়, তিন বছরের মধ্যে ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে কাজ করতে কিউবা ৪৯৭ জন চিকিৎসক পাঠাবে।
গত বছর আঞ্চলিক গভর্নর রবার্টো অচিউটো বলেছিলেন, এই চিকিৎসকরা [কিউবার পাঠানো] ক্যালাব্রিয়ার হাসপাতালগুলোকে 'বাঁচিয়েছেন'।
বেলকাস্ত্রোর বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, মেয়র তোরচিয়া 'এই বিষয়ে আলোকপাত করে ঠিকই করেছেন'। এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের 'বিবেককে নাড়া দেবে'।
গ্রামটির এক বাসিন্দা বলেন, 'একটি গুরুতর সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি [মেয়র] একটি বিতর্কিত আদেশ ব্যবহার করেছেন।'