তাসকিনে মুগ্ধ ইজাজ, পেতে চান লাহোর কালান্দার্সে
২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে তাসকিনের আহমেদের সেই কান্নার দৃশ্য অনেকেরই মনে থাকার কথা। ওই ঘটনায় বাংলাদেশের এই পেসার আলোচনায় এলেও তখন তার হারিয়ে যাওয়ার দশা। স্বপ্নের অভিষেকের পর কয়েক বছর জাতীয় দলে খেলেও নিজেকে হারিয়ে খুঁজছিলেন তাসকিন। নিজেকে খোঁজার মিশনে সফল হন ডানহাতি এই পেসার, কঠোর পরিশ্রম আর জীবন যাপনের ধরন পাল্টে নিজেকে চেনান নতুন করে।
এই ফেরার পর থেকে বাংলাদেশের পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন তাসকিন। তিন ফরম্যাটে নিয়মিতভাবে খেলে আসছেন, বড় করে চলেছেন সাফল্যের মালা। ঘরে-বাইরে বল হাতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের এই পেসার চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) মাতাচ্ছেন। ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে চলা তারকা এই পেসার এক ম্যাচে গড়েছেন বিপিএরের ইতিহাসের সেরা বোলিংয়ের কীর্তি।
দারুণ এই পারফরম্যান্সে বিদেশি লিগের দলগুলোরও নজর কাড়ছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাসকিনের দল পাওয়ার সম্ভাবনা প্রবল। বিপিএলে তাসকিনের দল দুর্বার রাজশাহীর প্রধান কোচ ইজাজ আহমেদ তার বোলিংয়ে মুগ্ধ। বাংলাদেশ পেসারকে তিনি পিএসএলে খেলতে দেখতে চান। বিপিএলের সিলেট পর্বে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবারের পিএসএলে তাসকিনকে দলে নিতে লাহোর কালান্দার্সের কাছে সুপারিশ করেছেন। দলটিও আগ্রহী তাকে পাওয়ার ব্যাপারে।
২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে তাসকিনের। ২৯ বছর বয়সী এই পেসার বছর শেষ করেছেন বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারি হিসেবে। ১৯.২৩ গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩টি উইকেট নিয়েছেন তাসকিন। নতুন বছরের শুরুতেও তিনি দুরন্ত। রাজশাহীর হয়ে ৪ ম্যাচে ১২ উইকেট নেওয়া এই পেসার গত ২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে পান ৭ উইকেট। যা বিপিএলের ইতিহাসের সেরা বোলিং, সংক্ষিপ্ত এই ফরম্যাটের ইতিহাসেই এটা তৃতীয় সেরা বোলিং।
লাহোর কালান্দার্সের কোচ হিসেবে কাজ করেছেন ইজাজ। দলটি তার চেনা, তাসকিনকেও দেখছেন একেবারে কাছ থেকে। পাকিস্তানি সাবেক এই ব্যাটসম্যান মনে করেন, পিএসএল রাঙানোর সামর্থ্য আছে তাসকিনের। ইজাজ বলেন, 'লাহোর কালান্দার্সের কাছে আমি সুপারিশ করেছি ওকে দলে নিতে। অবশ্যই সে এবার পিএসএল খেলবে। তারা (কালান্দার্স) এই বিপিএলে নজর রাখছে, তাকে মনে ধরেছে তাদের। আশা করি সে সেখানে যাবে, আরও অভিজ্ঞতা হবে ওর এবং সেখানে ওর সঙ্গে আরও কাজ করার সুযোগ পাব।'
তাসকিন ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে বলে বিশ্বাস করেন ইজাজ। বাংলাদেশ পেসারকে প্রশংসায় ভাসিয়ে রাজশাহীর কোচ বলেন, 'সে সত্যিকারের ফাস্ট বোলার, স্ট্রাইক বোলার। আপনার দলে যদি এমন কেউ থাকে, উইকেট নিতে তাকে ব্যবহার করা উচিত। এমন বোলারই দরকার, যে জুটি ভাঙতে পারে। বিশেষ করে এই ধরনের বোলারদের আক্রমণে আনতে হয় যখন প্রতিপক্ষ ভালো খেলছে এবং আপনার জুটি ভাঙার প্রয়োজন।'
'তখন আপনি তাসকিনের মতো কাউকে আক্রমণে আনুন, যে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। দুই-একটি উইকেট নিলে চাপ সৃষ্টি হয় এবং এরপর যেকোনো কিছুই সম্ভব। আমার চোখে তাসকিন সেই ধরনের বোলার। সে ভালো ছেলে এবং খুব ভালো বোলিং করেছে। আমি আশা করি, সে বাংলাদেশের হয়ে নিয়মিত খেলবে।' যোগ করেন পাকিস্তানি এই কোচ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে দক্ষতায় বলীয়ান হতে তাসকিন নিজেও আশাবাদী। টিবিএসের সঙ্গে আলাপকালে তিনি জানান, লাহোর কালান্দার্সকে কোচের করা সুপারিশের কথা তিনি জানেন। এ ছাড়া পিএসএলের আরও একটি দলের ব্যাপারে জানান তাসকিন। দুর্বার রাজশাহীতে খেলা পাকিস্তানি ব্যাটসম্যান তাসকিনকে জানিয়েছেন, তাকে দলে নিতে পেশোয়ার জালমিকে বলবেন তিনি। পিএসএলের দলটি তাকে দলে নিতে আগ্রহী।
তাসকিন অবশ্য এসব নিয়ে না ভেবে আপাতত বিপিএলেই মনোযোগী। আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় পিএসএলের ড্রাফটের পর এ বিষয়ে ভাববেন জানিয়ে টিবিএসকে তাসকিন বলেন, 'এ ব্যাপারে (ইজাজ আহমেদের সুপারিশ) জানি আমি। হারিসও একটি দলের ব্যাপারে আমাকে বলেছে। সে জানিয়েছে, আমাকে দলে নিতে পেশোয়ার জালমিকে পরামর্শ দেবে সে। দেখা যাক, ১৩ তারিখ ড্রাফটে কী হয়। আপাতত বিপিএলেই আমার সব মনোযোগ। ভালো খেলতে থাকলে অনেক জায়গা থেকেই ডাক আসবে।'
৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বের অনেক লিগ থেকেই ডাক পেয়েছেন তাসকিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় সবখানে খেলতে যাওয়া হয়নি তার। গত বছর এসে বিদেশি লিগে খেলার সুযোগ মেলে জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট, ৭৭ ওয়ানডে ও ৭৩টি টি-টোয়েন্টি খেলা এই পেসারের। গত বছর তাসকিন জিম্বাবুয়ে টি-টেন লিগ ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলেন। ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট আইপিএল থেকে অনেকবার ডাক পেয়েছেন তাসকিন, কিন্তু লিগটিতে খেলতে অনাপত্তিপত্র পাননি তিনি। একই কারণে কাউন্টি ক্রিকেটেও খেলা হয়নি তাসকিনের।