একাদশে কয় পরিবর্তন, জানতেন না ঢাকার অধিনায়ক
দুই ম্যাচের মাঝের বিরতিতে গিয়েছিলেন নিজের দেশ শ্রীলঙ্কায়, ফেরেন একদিন পরই। ভ্রমণের ক্লান্তি তো আছেই, সঙ্গে আরও বড় ক্লান্তি টানা ম্যাচ হারের। এ কারণেই কিনা ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা বেমালুম ভুলে গেলেন একাদশে কয়টি পরিবর্তন এসেছে। রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার একাদশে ছয়টি পরিবর্তন এলেও পেরেরা জানালেন তিনটির কথা, সেটাও দুবার করে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ে ঢাকা ক্যাপিটালস। সাত উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়া ম্যাচটিতে একাদশে ছয়টি পরিবর্তন আনে দলটি। কিন্তু টসের সময় ধারাভাষ্যকারকে তিনি জানান, তাদের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। পরে খেলোয়াড় তালিকায় দেখা যায়, ঢাকার একাদশে ছয়টি পরিবর্তন আনা হয়েছে।
অধিনায়ক হিসেবে দলের যেকোনো পরিবর্তনের বিষয়ে জানার কথা পেরেরার। এ ছাড়া পরিবর্তনের ক্ষেত্রে তার মতামতও দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু টসের সময় মনে হয়েছে, এ ব্যাপারে ধারণাই নেই লঙ্কান অভিজ্ঞ এই অলরাউন্ডারের। ম্যাচ খেলে অন্তত ভুল ভাঙার কথা পেরেরার। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছয়টি পরিবর্তনের কথা উল্লেখ করলে উপস্থাপককে শুধরে দিয়ে তিন পরিবর্তনের কথা জানান তিনি।
টানা চার ম্যাচে হেরে কোণঠাসা ঢাকা ক্যাপিটালস, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে। ব্যাটিং-বোলিং কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না দলটির। অবস্থা পাল্টাতেই আজ একাদশে অনেক পরিবর্তন আনে ঢাকা। ছয় পরিবর্তনের কারণ জানতে চাইলে পেরেরা বলেন, 'না, শুধু তিনটি পরিবর্তন ছিল! আজ আমাদের সম্ভাব্য সেরা কম্বিনেশন ছিল। ভারসাম্যপূর্ণ বোলিং ও ব্যাটিং লাইনআপ ছিল। কিন্তু ব্যাটিংয়ে ক্লিক করেনি। এটাই বড় ছিল।'
রংপুরের বিপক্ষে আজকের ম্যাচে ঢাকার একাদশ থেকে বাদ পড়েন স্টিভেন এসকিনাজি, শাহাদাত হোসেন দিপু, শুভম রঞ্জনে, চতুরঙ্গ ডি সিলভা, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহিকে। ঢাকার হয়ে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে ফেরেন হাবিবুর রহমান সোহান, মকিদুল ইসলাম মুগ্ধ ও আমির হামজা হোতাক।
আগের ম্যাচে সেঞ্চুরি করা পেরেরা আজ রানের খাতা খুলতে পারেননি, দলের ভাগ্যও বদলায়নি। টানা হার নিয়ে লঙ্কান সাবেক এই অলরাউন্ডার বলেন, 'খুবই দুঃখজনক ব্যাপার যে টানা চার ম্যাচ হেরেছি। আমাদের দেখতে হবে ব্যাটিংয়ে কোথায় ভুল হচ্ছে। কারণ আমরা গত কয়েক ম্যাচে ব্যাক টু ব্যাক উইকেট দিয়েছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বোলিং আগের চেয়ে ভালো হচ্ছে। ব্যাটিং নিয়ে ভাবতে হবে।'