গাজীপুরে যুবদল নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারাবন্দি নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি।
শনিবার (১১ জানুয়ারি) টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করা হলে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জানা যায়, ২০০৪ সালে স্থানীয় সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হুকুমের আসামি করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকারকে। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি গ্রেপ্তার হন। আদালত এ মামলায় নুরুল ইসলাম সরকারের মৃত্যুদণ্ডের রায় দিলে তিনি কারাগারের কনডেম সেলে স্থানান্তরিত হন। বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে বিচারাধীন।
গত ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের ছেলে, বিএনপি নেতা ও গত সিটি নির্বাচনের মেয়র প্রার্থী শাহনূর ইসলাম রনি সরকার তার বাবার মুক্তির জন্য আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় বিএনপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক ঘণ্টার বেশি সময় মহাসড়ক বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সভাপতি সরকার শাহনূর ইসলাম রনি বলেন, "গত ২০ বছর যাবৎ কারারুদ্ধ বাবার মুক্তির দাবি করে আসছি। আজকেও আমার বাবার নিঃশর্ত মুক্তি দাবি করছি।"
অবরোধ চলাকালে সমাবেশে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম সরকারের বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, বর্তমান আহ্বায়ক সাজিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিনসহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী। তারা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানান।