যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট-এ তারেক রহমান, ফখরুল, খসরুকে আমন্ত্রণ: বিএনপি মিডিয়া সেল
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' অনুষ্ঠানে দাওয়াত পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং-এর সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ৫-৬ ফেব্রুয়ারি তারিখে এটি অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, দাওয়াতের চিঠিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস'র সদস্য বেন ক্লিন, জ্যাক ওয়ানিপ, টম সুজি ও জেমস স্ল্যাটারির স্বাক্ষর রয়েছে।