বিজিবির শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ (১২ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, সম্প্রতি সীমান্তের পাঁচটি স্থানে ভারত বেড়া নির্মাণের কাজ শুরু করলেও বিজিবি ও স্থানীয় জনগণের কঠোর অবস্থানের কারণে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। বিজিবির সাথে যুথবদ্ধ হয়ে সীমান্তে বেড়া দেয়ার প্রতিবাদ করায় তিনি সীমান্তবর্তী জেলার অধিবাসীদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে ইতোমধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।
পূর্ববর্তী সরকারের আমলে সীমান্তে বেড়া নির্মাণ সংক্রান্ত কিছু অসম সমঝোতা চুক্তি বাতিলের বিষয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। আগামী মাসে (ফেব্রুয়ারি) বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে চারটি চুক্তি রয়েছে যা সীমান্ত নির্ধারণ ও সীমান্ত রক্ষার বিষয়ে উভয় দেশের দায়িত্ব নির্ধারণ করে। ১৯৭৫ সালের যুগ্ম সীমান্ত নির্দেশাবলি অনুযায়ী শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা কাজ সম্পাদনে নিষেধাজ্ঞা রয়েছে এবং উন্নয়নমূলক কাজে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন।
বর্তমানে ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটারে ভারত কাঁটাতারের বেড়া স্থাপন করেছে, বাকি ৮৮৫ কিলোমিটারে বেড়া নির্মাণ হয়নি বলে জানান উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে আমাদের প্রচুর শক্তি রয়েছে। বিজিবির সাথে জনগণও কঠোরভাবে প্রতিহত করছে। কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।