কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার
বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যামামলার বিচার ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের বদলে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সই করা আদেশ অনুযায়ী, বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালতের পরিবর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।
আদেশে ২০১০ সালের ২৮ ডিসেম্বরের জারিকৃত আদেশটিও বাতিল করা হয়েছে।
এর আগে, গত ৯ জানুয়ারি পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়কে নামেন শিক্ষার্থীরা। তখন মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাসও পুড়িয়ে দেওয়া হয়।