‘দেবদাস’-এ মৃত্যুর দৃশ্যে মাছি টানতে মুখে মধু মেখেছিলেন শাহরুখ
'হাম দিল দে চুকে সনম' ও 'দেবদাস'-এ সঞ্জয় লীলা বানসালির সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'উড়ান' ও 'লুটেরা'র পরিচালক বিক্রমাদিত্য দেবদাস-এ শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। শাহরুখ খানের মাথা সারাক্ষণই কাজ করে যায় বলে মন্তব্য করেন তিনি ওই সাক্ষাৎকারে।
দ্য লালান্টপ-এর সঙ্গে আলাপকালে শাহরুখকে 'অসাধারণ' মানুষ আখ্যা দিয়ে একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন বিক্রমাদিত্য।
তিনি বলেন, 'এই অভিনেতার একটা ঘটনার কথা বলি। দেবদাসের ক্লাইম্যাক্স শ্যুট করা হচ্ছিল। সেই দৃশ্যে শাহরুখের চরিত্রটি মারা যাচ্ছে, আর ঐশ্বরিয়া ছুটে আসছেন তার দিকে। শাহরুখ একটা গাছের নিচে শুয়ে ছিলেন। হঠাৎ এক সহকারীকে বললেন, তাকে মধু কিছুটা মধু এনে দিতে পারব কি না। আমরা সবাই হতভম্ব হয়ে গিয়েছিলাম। তবে তাকে মধু এনে দেওয়া হলো।'
'তিনি সেই মধু নিজের মুখে মাখলেন, যাতে তার মুখের ওপর এসে মাছি বসে—ঠিক যেভাবে মৃত্যুপথযাত্রী মানুষের মুখে মাছি বসে। পুরো বুদ্ধিটাই তার ছিল।'
বিক্রমাদিত্য বলেন, সাধারণত একটি দৃশ্যের মান বাড়ানোর দায়িত্ব থাকে পরিচালকের। কিন্তু শাহরুখ কখনও দৃশ্য আরও ভালো করতে তার নিজস্ব পরামর্শ দিতে দ্বিধা করেন না।
'এই মানুষটা প্রতিনিয়ত ভাবেন, একটা মুহূর্তকে কীভাবে আরও ভালো করা যায়। এ-ই হচ্ছে শাহরুখ খান। তিনি সিনেমায় খুব ছোট ছোট জিনিস যোগ করেন; সেটাই বিশাল তফাত গড়ে দেয়,' বলেন তিনি।
শাহরুখ খানের প্রশংসা করে বিক্রমাদিত্য আরও বলেন, 'সব সিনেমাই তো আর জওয়ান বা পাঠান হবে না। শাহরুখ খান এবং তার ওইসব অভিজ্ঞতাকে অন্য কোনো অভিনেতা দিয়ে প্রতিস্থাপন করে একই ফল পাওয়ার আশা করবেন না।'