যেভাবে পর্যটকদের কক্সবাজার ভ্রমণ সহজ করেছে ভ্রমণিকা অ্যাপ
সৈকত শহর কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়ে পর্যটকদের আনাগোনা থাকে। তবে বেড়াতে এসে অনেকেরই হয়ত কোথায় থাকবেন, কোন স্পটটাতে ঘুরতে যাবেন, কীভাবে যাবেন এসব নিয়ে কিছুটা চিন্তা হতে পারে। তাদের এ অসুবিধার দূর করতে চালু করা হয়েছে একটি অ্যাপ। এ অ্যাপে তাদের জন্য রয়েছে সহায়ক সব তথ্য। বলতে গেলে পর্যটকদের জন্য এক প্রকার গাইডের ভূমিকা পালন করছে অ্যাপটি।
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছরের প্রথম দিন 'ভ্রমণিকা' নামের এ অ্যাপ চালু করা হয়। গুগল প্লে স্টোর থেকে সহজেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এ অ্যাপ পেয়ে পর্যটকরাও খুশি।
অ্যাপ তৈরির বিষয়টি নিয়ে কথা হয় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, পর্যটকেরা যেন ভ্রমণের সময় হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার না হন, সেজন্য 'পারসোনাল ট্রাভেল গাইড' হিসেবে অ্যাপটি তৈরি করা হয়েছে। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব তথ্য অ্যাপটিতে রয়েছে।
অ্যাপটিতে যা রয়েছে
অ্যাপটিতে প্রবেশ করলেই কক্সবাজারের সৌন্দর্য সম্পর্কিত পাঁচটি ছবি চোখে পড়বে। এর নিচের দিকেই লেখা রয়েছে 'অন্বেষণ শুরু করুন'। এখানে ট্যাপ করলেই দুটি ভাগে ১৬টি নিদের্শনা পাওয়া যাবে।
অ্যাপটিতে আলাদা আলাদা ১২টি বিভাগে তথ্য সন্নিবেশিত রয়েছে। যার মধ্যে রয়েছে দর্শনীয় স্থান, আবহাওয়া, হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন কাউন্টার, লকার সার্ভিস, ব্যাংক-এটিএম পরিষেবা ইত্যাদি।
পর্যটকের সুবিধার্তে অ্যাপটিতে দর্শনীয় স্থানগুলোর ছবিসহ সেখানে যাতায়াতের নির্দেশনা, থাকা-খাওয়ার বিষয়ে তথ্য, সেখানে যাওয়ার উপযুক্ত সময় ইত্যাদি বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। হোটেল, মোটেল, রিসোর্ট বিভাগে কক্সবাজারের ৩৭টি হোটেল ও রিসোর্টের তথ্য, ঠিকানা ও যোগাযোগের নম্বর রয়েছে অ্যাপটিতে। এটি ব্যবহার করে পর্যটক কক্সবাজারের যে স্পট বা সৈকতের কাছাকাছি থাকতে চান, সে অনুযায়ী থাকার জায়গা খুঁজে নিতে পারবেন।
পরিবহন বিভাগে বাস, ট্রেন, জাহাজ ও উড়োজাহাজের তথ্য রয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের পর্যটন সেল, পুলিশ, চিকিৎসক, লাইফ গার্ড, বিচকর্মী, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও অনলাইন জিডির তথ্যও পাওয়া যাবে এ অ্যাপে।
পর্যটকেরা যা বলছেন
বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে অ্যাপটি নিয়ে কথা হয়। তারা জানান, অ্যাপটি তাদের ভ্রমণকে অনেকটাই সহজ করেছে। তাদের কেউ কেউ ভ্রমণের নিজস্ব সহযোগী হিসেবে মনে করছেন অ্যাপটিকে।
ঢাকার মিরপুর থেকে যাওয়া পর্যটক রায়হান চৌধুরী জানান, অ্যাপটি থেকে কক্সবাজার ভ্রমণের বিষয়ে অনেক অজানা তথ্য তিনি জানতে পেরেছেন। দূরত্ব, ম্যাপ, খাবার ও পরিবহন সম্পর্কিত তথ্য পাওয়ায় তার ভ্রমণ সহজ হয়েছে।
রাজশাহী থেকে গিয়েছেন পর্যটক নাইমুল হক। তিনি জানান, পর্যটকেরা এখন স্বয়ংক্রিয় গাইড পাচ্ছে অ্যাপটির মাধ্যমে। ভ্রমণের নির্দেশনা, আবহাওয়া বার্তা, যাতায়াত ব্যবস্থা, দূরত্ব ইত্যাদি দেখে তারা সিদ্ধান্ত নিতে পারছেন।
কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, পর্যটকদের জন্য অ্যাপটি প্রয়োজনীয়। ঘরে বসেই তারা কক্সবাজারের সবকিছু জেনে নিতে পারছেন। হোটেল-পরিবহন, জাহাজের অগ্রিম টিকিট বুকিং দিতে পারছেন।