শিল্প খাতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি সমাধানের পথ খুঁজবে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ
শিল্প খাতের চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা এবং এগুলোর সমাধানে সুপারিশ করার জন্য সরকার শিল্প মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) গঠন করেছে।
রোববার (১২ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে, সরকারসহ তিন পক্ষেরই ২০ জন করে প্রতিনিধি নিয়ে গঠিত ৬০ সদস্যের এ পরিষদ প্রতি দুই বছরে একবার বৈঠক করবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প খাতের সমস্যা সমাধানের জন্য পরিষদ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করবে। প্রয়োজনে কমিটির সভাপতি অতিরিক্ত সভা আহ্বান করতে পারবেন।
'আইএলও কনভেনশন ১৪৪ অনুসরণ করে সরকার এ ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছে,' মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য ফজলি শামীম এহসান বলেন।
পরিষদ ইতোমধ্যেই একটি প্রাথমিক সভা করেছে। পরবর্তী অধিবেশন ১৬ জানুয়ারি হবে।
কমিটি সূত্র অনুসারে, আসন্ন সভায় শ্রম আইন সংশোধন ত্রিপক্ষীয় পরিষদের উত্থাপিত ২০টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আগে শ্রম আইন সংশোধন ত্রিপক্ষীয় পরিষদ ২০০টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করেছে। পরিষদ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। আবার অনেক বিষয়ে মতবিরোধ অব্যাহত রয়েছে। আসন্ন সভায় এসব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করা হবে।
মার্চ মাসের মধ্যে সংশোধন সম্পন্ন করার সরকারি প্রতিশ্রুতির অংশ হিসেবে টিসিসি শ্রম আইন সংশোধনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
এছাড়া টিসিসি পর্যায়ক্রমে শ্রম পরিস্থিতি এবং শিশু শ্রম সমস্যা সমাধানের বিষয়ে সরকারকে হালনাগাদ তথ্য জানাবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।