ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্তে ৪ ফেব্রুয়ারি থেকে ছাত্রসংগঠন ও অংশীজনের মতামত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে।
আজ বৃহস্পতিবার নির্বাচনের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
ডাকসু নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষ্যে আগামী ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে সাধারণ শিক্ষার্থী, ক্যাম্পাসে কার্যকর সব ছাত্র সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা 'জাতীয় ছাত্র-সংহতি সপ্তাহ' শেষে গত বছর ডিসেম্বরেই সব ছাত্র সংগঠনের সঙ্গে দ্বিতীয় আলোচনা সভা শেষে ছাত্রনেতারা বলেছেন, জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির সপ্তাহের মধ্যেই সব প্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে) ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, "জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির মধ্যেই সব প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সব ছাত্রসংগঠন একমত হয়েছে। ছাত্র-রাজনীতির ধরন ও শিক্ষক রাজনীতি, সিট সমস্যা, অতীত রাজনীতির নেতিবাচক দিক এবং লেজুড়বৃত্তিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।"
এসময় ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, "২০ ডিসেম্বরের মধ্যে ছাত্রসংগঠনগুলো দূষিত ছাত্র-রাজনীতি সংস্কারের উদ্দেশ্যে নিজেদের রূপরেখা ও প্রস্তাবনা দিবে। এরপর উন্মুক্ত আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি হবে। যার ভিত্তিতে আগামীর ছাত্র-রাজনীতি পরিচালিত হবে।"