রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
রাজধানীর বনানী থেকে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মগবাজার এলাকায় ডাকাতির পরিকল্পনা করেছিল বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।
তিনি বলেন, মঙ্গলবার রাতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তার দুই সেনাসদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি তিনি।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।