ঢাকায় অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১
রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। চোরাচালানির মাধ্যমে আনা এসব কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা। এ সময় ফিরোজ আলম বাবু (৩৭) নামের এক চোরাকারবারিকেও আটক করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বনশ্রীতে ফিরোজ আলম বাবুর বাসায় অভিযান চালিয়ে ২৫ হাজারেরও বেশি শরীরের রং ফরসাকারীসহ নানা ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। কসমেটিকস লোড করার সময় একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। এসব পণ্যে প্রায় ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও বলেন, এই পণ্যগুলো দেশের স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হতো। তবে পণ্যগুলোর মান যাচাইয়ের কোনো সুযোগ নেই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো ধারণা নেই যে, এসব পণ্য কোথায় তৈরি হয়েছে। ফলে, এসব পণ্য ব্যবহারে জনগণের জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে।
মূলহোতাদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার ফিরোজ আলম জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পণ্যগুলো স্থলবন্দর এড়িয়ে সীমান্ত দিয়ে আনা হয়। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। চক্রটি ধাপে ধাপে কাজ করে এবং প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন ব্যক্তি জড়িত থাকে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের মূলহোতাদের গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
সীমান্তে দুর্বলতার বিষয়ে ডিবি কর্মকর্তা বলেন, আমাদের সীমান্তে বিজিবি কাজ করছে এবং তারা সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অপরাধীরা সময়ের সঙ্গে কৌশল পরিবর্তন করে এবং ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করে এই কাজ করছে।