মৃত্যুর পরও নির্বাচিত হচ্ছেন রিপাবলিকান প্রার্থী
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট ৮-এর স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে নির্বাচিত হতে যাচ্ছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা রিপাবলিকান দলের ডেভিড অ্যান্ডল।
কোভিডে-১৯ আক্রান্ত হয়ে গত ৫ অক্টোবর মৃত্যুবরণ করেন এই ব্যবসায়ী। নর্থ ডাকোটার ডিস্ট্রিক্ট-৮ এর দুইটি পদের একটিতে নির্বাচিত হতে যাচ্ছেন রিপাবলিকান এই প্রার্থী। তিনি মোট ভোট পেয়েছেন ৩৫ দশমিক ৫৩ শতাংশ। আরেকটি আসনের বিজয়ী ডেভ নেহরিং পেয়েছেন ৪০ দশমিক ৭২ শতাংশ ভোট।
নর্থ ডাকোটার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই অবস্থায় তার আসনের ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হবে। রিপাবলিকানরাই তার স্থলে দলের অন্য কোনো সদস্যকে নিয়োগ দেবে।
ডেভিডের পরিবার গত মাসে তার ফেসবুক প্রচারণা পেজের মাধ্যমে তার মৃত্যুর খবর জানান। তার পরিবারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, 'আমাদের সন্তান ডেভিড কোভিড-১৯ আক্রান্ত হয়ে অল্পদিনেই মারা গেছে। বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা থাকায় সে ভাইরাস সংক্রমণের ব্যাপারে অনেক সতর্ক ছিল। তা সত্ত্বেও তার ভাগ্য সহায় হয়নি। আমরা আশা করছি ডেভিড কীভাবে মারা গেছে তা মনে না রেখে সবাই তাকে তার যাপিত জীবন দিয়েই মনে রাখবেন।'
রাজ্যটিতে প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত মঙ্গলবার সাপ্তাহিক হিসাবে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যার রেকর্ড অতিক্রম করেছে।
মৃত্যুর পরও কোনো নির্বাচনে জয়লাভের ঘটনা এবার-ই প্রথম নয় যুক্তরাষ্ট্রে। ২০১৮ সালে নেভাডার প্রাদেশিক আইনসভার নির্বাচনে জয়লাভ করেছিলেন রিপাবলিকান দলের যৌনপল্লীর মালিক ডেভিড হফ। ২০০০ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন নির্বাচনে মোট পাঁচজন মৃত্যুর পর জয়লাভ করেন।
সূত্রঃ সিএনএন