বিপিএলে ফিক্সিং তদন্তে বিসিবির স্বাধীন কমিটি গঠন
আগের তুলনায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো ম্যাচ হয়েছে। প্রায় সব ম্যাচেই রান হয়েছে, গ্যালারিও দেখা গেছে দর্শকে ঠাসা। কিন্তু মাঠের খেলা ছাপিয়ে বিপিএল আলোচনায় থেকেছে পারিশ্রমিক জটিলতার কারণে। বেশ কিছু ম্যাচে ফিক্সিং হয়েছে, আছে এমন সন্দেহও। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ (এসিইউ)। এবার আরও একটি কমিটি গঠন করলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সোমবার এক বিবৃতিতে বিসিবি জানায়, ফিক্সিং তদন্তে তিন সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি বিসিবি ও বিসিবির দুর্নীতি বিরোধী বিভাগকে তদন্ত ও বিশুদ্ধতা নিশ্চিতে সহায়তা করবে।
এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসেইন হায়দারকে। তিনি এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তদন্ত কমিটির বাকি দুই সদস্য হচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক গেম ডেভেলপমেন্ট প্রধান শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবি ড. খালেদ এইচ. চৌধুরী।
কদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিরপুরে সংবাদমাধ্যমকে জানান, ফিক্সিং তদন্তে বিসিবিকে সার্বিক সহায়তা দেবে সরকার। তখনই তিনি স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা জানান। দুদিন পরে সেই কমিটি গঠনের ঘোষণা দিলো বিসিবি।
এবারের বিপিএলে খেলা দেশি ১০-১২ জন ক্রিকেটারকে নিয়ে সন্দেহ বিসিবির দুর্নীতি দমন বিভাগের। তাদের সন্দেহের তালিকায় আছেন কয়েকজন বিদেশি ক্রিকেটারও। সন্দেহের নজরে আছেন, এমন বেশ কয়েকজন দেশি ক্রিকেটারের নাম এর আগে সংবাদমাধ্যমেও এসেছে।