সিলেটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের ম্যুরাল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/474936913_1319824425729497_714508817940129680_n.jpg)
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার রাতে ম্যুরালটি ভেঙে ফেলা হয়।
এর আগে আজ রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। পরে বুলডোজার দিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা 'মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও', আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ' বলে স্লোগান দেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুর্যালটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ম্যুরালটি অপসারণের জন্য অনেকেই দাবি জানিয়ে আসছিল।