রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে সরকারের বিপক্ষে দাঁড়াতে হবে: সারজিস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/sarjis_gazipur.jpeg)
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, 'অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ যদি আজ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করে, তাহলে আমাদেরকেও তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।'
'রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্রজনতা বাংলাদেশকে মুক্ত করেছে। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অথচ এখনো গাজীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের হুমকি দিচ্ছে,' বলেন তিনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে আয়োজিত বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারচিস আলম বলেন, 'শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত খুনি মোজাম্মেল, রাসেল ও জাহাঙ্গীরসহ আওয়ামী দোসর ও সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।'
তিনি বলেন, আমরা দেখেছি, গ্রেপ্তার করা হলেও কিছুদিন পর আদালতের বিচারকেরা তাদের জামিন দিয়ে দেন। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন জেলার বিচারকদের মধ্যে যারা এ ধরনের কাজ করছেন, তাদের অপসারণ করতে হবে।
সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আজকের পর থেকে যদি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো ক্যাডার আমাদের সহযোদ্ধাদের হুমকি দেয়, তাহলে তার চরম পরিণতি হবে। প্রশাসনের সঙ্গে বৈঠকে বলেছি, এই গ্রেপ্তার খেলা বন্ধ করতে হবে এবং অপরাধীদের ধরতে নতুন অভিযান চালাতে হবে।'
তিনি বলেন, 'আমরা প্রশাসনকে বলেছি, এই ক্লিন বাংলাদেশ অপারেশন [অপারেশন ডেভিল হান্ট] দুই-এক দিনের অভিযানের মতো হলে চলবে না। আমরা চাই, সন্ত্রাসীদের স্থায়ীভাবে নির্মূল করা হোক। গাজীপুর থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের কোথাও যদি আমাদের কোনো সহযোদ্ধার ওপর হামলা হয়, তাহলে সারা দেশ আবারও জেগে উঠবে।'
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
সারজিস আলম বলেন, 'আমরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আমরা নজর রাখব, যদি সব অপরাধী গ্রেপ্তার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হবো।'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বলেন, গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা তা বন্ধ করতে গিয়ে হামলার শিকার হন। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।