ভাইরাল এক্স পোস্ট: ডিফেন্স পাকিস্তান কী?
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙার বিষয়ে "ডিফেন্স পাকিস্তান" নামে সামাজিক যোগাযোগমাধ্যম এক-এর একটি অ্যাকাউন্ট থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) একটি পোস্ট ভাইরাল হয়েছে।
পোস্টে বলা হয়, "বাংলাদেশি বিপ্লবীরা শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি-৩২-এর বাসভবন ভেঙে ফেলেছে। এই একই স্থানে তিনি পাকিস্তান ভাঙার জন্য ভারতের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। এর মাধ্যমে বাংলাদেশের মুজিবুর রহমানের আর কোনো অবশিষ্টাংশ রইলো না।"
অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এই পোস্টটিকে পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের একটি আনুষ্ঠানিক বিবৃতি হিসেবে ধরে নিয়েছিলেন।
তবে, "ডিফেন্স পাকিস্তান" নামক অ্যাকাউন্টটি পাকিস্তান সরকার বা দেশটির সামরিক বাহিনীর সাথে সম্পর্কিত নয়। অ্যাকাউন্টটির বায়োতে আরও খতিয়ে দেখলে জানা যায়, এটি একজন স্বঘোষিত প্রতিরক্ষা উৎসাহী এবং সাংবাদিকের। তিনি নিজেকে "আল্ট্রা ন্যাশনালিস্ট" (উগ্র জাতীয়তাবাদী) হিসেবে পরিচয় দিয়েছেন।