দুর্নীতির ধারণা সূচক: ১২ বছরে বৈশ্বিক গড়ের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/corruption-perception-index-2012-2024_1.jpg)
দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বৈশ্বিক গড় স্কোরের কাছাকাছি— গত ১২ বছরেও পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এরমধ্যে স্কোর বেড়েছিল মাত্র তিনবার, বেশিরভাগ সময়েই হয়েছে পতন।
সিপিআই অনুযায়ী, দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (একশ)–এর স্কেলে নির্ধারণ করা হয়। এই পদ্ধতি অনুসারে, স্কেলের ০ (শূন্য) স্কোরকে দুর্নীতির ব্যাপকতায় সর্বোচ্চ, এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন বলে ধারণা করা হয়। এক্ষেত্রে বৈশ্বিক গড় স্কোর ৪৩ এর ঘরে।
২০১২ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৬, পরের বছরেই তা বেড়ে ২৭ হয়, এবং ২০১৮ সালে হয় ২৮। তারপরেই ধারাবাহিকভাবে কমতে শুরু করে। সর্বশেষ যা মাত্র ২৩ এ নেমেছে। অর্থাৎ বৈশ্বিক গড় স্কোরের তুলনায় বাংলাদেশ পেয়েছে প্রায় অর্ধেক। কেবল তাই নয়, গত ১২ বছরের মধ্যে এবার সর্বনিম্ন স্কোর পেয়েছে বাংলাদেশ।
২০১৩ সালে ১৮০ দেশের মধ্যে ১৩৬তম অবস্থানে অবস্থানে ছিল বাংলাদেশ, যা হচ্ছে এপর্যন্ত সর্বোচ্চ অবস্থান। সেখানে থেকে অবনতি হয়ে বর্তমানে ১৫১তম হয়েছে বাংলাদেশ, অর্থাৎ একেবারে শেষদিকে ও বিশ্বের অন্য দুর্নীতিতে জর্জরিত দেশের সঙ্গে।
তবে প্রতিবেশী দেশগুলোতেও বাংলাদেশের মতো এত ব্যাপকতর দুর্নীতি নেই। ফলে তাদের সিপিআই সূচকে তাঁদের অবস্থান বাংলাদেশের থেকে অনেক এগিয়ে।
যেমন ভুটান রয়েছে ১৮তম স্থানে, মালদ্বীপ ৯৬, ভারত ৯৬, নেপাল ১০৭, শ্রীলঙ্কা ১২১ এবং পাকিস্তান ১৩৫তম স্থানে। মানে এরা সবাই বাংলাদেশের থেকে উপরের দিকে অবস্থান করছে।
এরমধ্যে ভুটানের স্কোর ৭২, যা বৈশ্বিক গড়ের থেকেও এগিয়ে। মালদ্বীপ ও ভারত উভয়েরই স্কোর ৩৮।
এই অবস্থায়, বাংলাদেশের একমাত্র মুখরক্ষা করেছে দক্ষিণ এশীয় প্রতিবেশী আফগানিস্তান। দেশটি মাত্র ১৭ স্কোর নিয়ে ১৬৫তম হওয়ায়— ২০২৪ সালে এই অঞ্চলের সবচেয়ে দুর্নীতি কবলিত দেশের তকমা কোনোক্রমে এড়াতে পারল বাংলাদেশ। যদিও এতেও বোঝা যায়, স্বৈরাচারী হাসিনার সময়ে দুর্নীতি সমাজের কতোটা গভীরে পৌঁছেছে, যা নির্মুল করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কোনো দেশের স্কোর যত কম, তালিকার তত নিচের দিকে তাদের অবস্থান। অর্থাৎ, সে দেশটি তত বেশি দুর্নীতি-কবলিত। যেমন মাত্র ৮ স্কোর নিয়ে ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদান।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪' প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।
বিস্তারিত আসছে...