‘জেমির অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে না’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। নেপালের বিপক্ষে ১৭ নভেম্বর দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে তাকে ডাগআউট পাচ্ছে না বাংলাদেশ। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ম্যাচে ডাগআউটে দেখা যাবে না ইংলিশ এই কোচকে। ম্যাচের আগে দলের জন্য এটা বড় ধাক্কাই।
যদিও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া এতে কোনো সমস্যা দেখছেন না। প্রধান কোচ না থাকলেও ম্যাচে এর কোনো প্রভাব পড়বে বলে মনে করেন না তিনি। প্রথম ম্যাচে ২-০ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচেও জয়ের নিশান উড়াতে চায় বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল ৫টায় নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, 'দ্বিতীয় ম্যাচে ডাগ আউট তাকে পাব না আমরা। তারপরও তার অনুপস্থিতির প্রভাব পড়বে না দলে। তার অধীনে দীর্ঘদিন আমরা অনুশীলন করেছি। সেগুলো অবশ্যই আমাদের কাজে দেবে। নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো হবে।'
জেমি ডের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাচ্ছেন স্টুয়ার্ট ওয়াটকিস। ২০১৮ সাল থেকে জেমি ডের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসা ইংলিশ এই কোচকে প্রথমবারের মতো জাতীয় দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে। একটি ম্যাচের জন্য হলেও জাতীয় দলের দায়িত্ব পালন করার ব্যাপারে রোমাঞ্চিত ইংলিশ প্রিমিয়ার লিগের দল হাল সিটির কোচের দায়িত্ব পালন করা ওয়াটকিস।
অভিজ্ঞ এই কোচ বলেন, 'আমি ইংলিশ লিগে দুটি বড় ক্লাবের দায়িত্ব পালন করেছি। ভারতেও আমি কোচিং করিয়েছি। সেই অভিজ্ঞতা আমার রয়েছে। অবশ্যই জাতীয় দলকে ট্রেনিং করানো ভিন্ন বিষয়। সেই অভিজ্ঞতা প্রথমবার হতে যাচ্ছে। ছেলেদের নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী।'
নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলোয়াড়দের মতো জেমি ডেকে মিস করবেন ওয়াটকিসও। যদিও প্রধান কোচের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। দলের যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে অনলাইনে জেমি ডের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
ওয়াটকিস বলেন, 'আমরা জেমিকে অবশ্যই মিস করব। তার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে নিয়মিত। দল নিয়ে সেও কাজ করছে। কখনও কিছু জানার থাকলে আমরা এগিয়ে যাচ্ছি। কখনও সে এগিয়ে আসছে। প্রযুক্তির সহায়তায় চলছে কাজ। কালকের ম্যাচে তাকে পাচ্ছি না। তবে কোনও তথ্য দেওয়ার থাকলে আমরা সেটা পেয়ে যাব সহজেই।'
দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দাপটই দেখিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই আধিপত্য বিস্তার করা বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ২-০ গোলে। ফুটবল ফেরার দিনে স্বস্তির ঢেকুরই তুলেছেন জামাল-জীবনরা। কারণ দলটির বিপক্ষে নামলেই হার সঙ্গী হচ্ছিল বাংলাদেশের। ১৩ নভেম্বরের আগে সর্বশেষ ৩ ম্যাচেই নেপালের বিপক্ষে হেরে যান জামাল ভূঁইয়ার দল। ঘরের মাঠে ফুটবল ফেরার দিনে নেপাল বাধাও জয় করে নেয় বাংলাদেশ।