সৌদি যুবরাজ বিন সালমানের সঙ্গে নেতিনিয়াহুর গোপন বৈঠক
কোনো প্রকার পূর্ব ঘোষণা না দিয়েই গোপনে সৌদি আরব সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু। ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনে তৎপর এ নেতা তার সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে বৈঠকে অংশ নেন।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত একাধিক সংবাদের ভিত্তিতে এব্যাপারে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
গত রোববার (২২ নভেম্বর) রাতের ওই সফর সত্যিই হয়েছে, এব্যাপারে নিশ্চিত হওয়া গেলে- তা দুই দেশের মধ্যে শীর্ষ-পর্যায়ের সরাসরি বৈঠকের বিরল ঘটনা হবে। মার্কিন মিত্র উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আঞ্চলিক স্বীকৃতি বাড়াতে চাইছে ইসরায়েল। ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ফিলিস্তিনি ভূখণ্ড দখলদার রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।
হিব্রু ভাষায় প্রকাশিত গণমাধ্যমে অজ্ঞাতনামা ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, নেতিনিয়াহুর সফরসঙ্গী ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা- মোসাদের প্রধান ইয়োশি কোহেন।
সৌদি রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ সফরের ব্যাপারে কিছুই জানায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে এব্যাপারে জানতে চায় গার্ডিয়ান। কিন্তু, সেখান থেকেও কোনো সাড়া মেলেনি।
বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি এক টুইট বার্তায় 'কোনো ধরনের বৈঠক হয়নি' বলে জোর দাবি করেন।
তবে ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুযায়ী দেখা গেছে, এর আগেও নেতিনিয়াহু ব্যবহার করেছেন এমন একটি প্রাইভেট জেট তেল আবিব থেকে সৌদি আরবের লোহিত সাগরের নতুন গড়ে তোলা নগরী 'নিওম'- এ রোববার রাতে অবতরণ করে। বিমানটি ওই শহরে কয়েক ঘণ্টা অবস্থানের পর আবার ইসরায়েলে ফিরে যায়।
সামাজিক গণমাধ্যমে নেতিনিয়াহুর অন্যতম এক সহযোগী টোপাজ লুক এক টুইট বার্তায় নেতিনিয়াহুর সৌদি সফরের প্রতি ইঙ্গিত দেন। সেখানে তিনি বলেন, নেতিনিয়াহু যখন সৌদিতে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা করছিলেন তখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজ শুধু নিজ স্বার্থসিদ্ধির রাজনীতিতে ব্যস্ত ছিলেন।
ইতোপূর্বে গান্টজ ১৫০ কোটি পাউন্ডে জার্মান সাবমেরিন কেনার চুক্তিতে দুর্নীতি অনুসন্ধানে একটি সংসদীয় কমিটি গঠন করেন। এই দুর্নীতিতে নেতিনিয়াহুর এক কাজিন-সহ তার বেশ কয়েকজন সহযোগীর জড়িত থাকার অভিযোগ রয়েছে।
- সূত্র: দ্য গার্ডিয়ান