২০২১ সালের মধ্যে গ্যাভি’র থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ
২০২১ সালের মধ্যে বৈশ্বিক ভ্যাকসিন সহায়তা প্রোগ্রাম কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিন জোট গ্যাভির কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ করোনাভাইরাসের টিকা পাবে বাংলাদেশ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
গ্যাভির পাঠানো ভ্যাকসিনের প্রত্যেকটি ডোজের দাম দেড় থেকে দুই মার্কিন ডলার পড়বে বলে অনুষ্ঠানে জানানো হয়।
গত ৯ জুলাউ ভ্যাকসিনের জন্য গ্যাভির কাছে আনুষ্ঠানিক চিঠি (ইওআই) পাঠিয়েছে বাংলাদেশ।
৬ কোটি ৮০ লাখ ডোজ টিকার মধ্যে প্রত্যেকেই দুই ডোজ করে পাবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমের নেতৃত্বে অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।