ম্যারাডোনার চিকিৎসকের বাসা-ক্লিনিকে পুলিশের তল্লাশি
গত ২৫ নভেম্বর মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৮৬'র বিশ্বকাপজয়ী কিংবদন্তি এই ফুটবলার। তার মৃত্যুর তদন্ত শুরু হয়েছে ২৯ নভেম্বর। ম্যারাডোনার চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই তদন্ত শুরু করা হয়েছে।
ইতোমধ্যে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের বাড়ি ও ক্লিনিকে তল্লাশি চালিয়েছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যমের খবর, ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তি অনুসন্ধানেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এক প্রসিকিউটর অফিস।
প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, বুয়েনস এইরেসের সান ইসিদ্রোর প্রসিকিউটররা এই অনুসন্ধানের অনুরোধ করেছেন। স্থানীয় বিচারকের স্বাক্ষরও রয়েছে এতে। তদন্তের জন্য শনিবার ম্যারাডোনার নিকট আত্মীয়স্বজনসহ অন্যান্যদের বক্তব্য গ্রহণ করা হয়। এর ভিত্তিতেই চিকিৎসকের বাসা ও ক্লিনিকে তল্লাশি চালানো হয়।
আর্জেন্টিনার কিছু সংবাদমাধ্যমে এমনও খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে, লিওপোলদো লুকের সঙ্গে ম্যারাডোনার একবার ঝগড়া হয়েছিল। যা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল।
দুই সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকের শিকার হন ম্যারাডোনা। ওই সময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের আটদিন পর গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ম্যারাডোনা। লিওপোলদো লুকের পরামর্শেই বাড়ি ফেরেন ফুটবলের এই মহানায়ক।