ব্যবস্থাপনা পরিচালক খুঁজছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সমর্থনপুষ্ট স্ব-শাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে।
যোগ্যতা
পদটিতে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। কোনাে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্বপূর্ণ পদে কমপক্ষে ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ১ জুলাই ২০২০ তারিখে বয়স হতে হবে ৫৫ থেকে ৬২ বছরের মধ্যে।
বেতন-ভাতা
ব্যবস্থাপনা পরিচালক পদে মাসিক মূল বেতন ৮০ হাজার টাকা, সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি, মােবাইল ফোন ও আবাসিক টেলিফোন বিল, বাড়ি ভাড়া ভাতা, দু'টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, আপ্যায়ন ভাতা ও চিকিৎসা ভাতা দেয়া হবে।
আবেদনের নিয়ম
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আগামী ২২ ডিসেম্বরের মধ্যে 'চেয়ারম্যান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ভবন (৫ম তলা), ৫৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২' বরাবর আবেদন করতে হবে।