উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল: ভারতীয় রাষ্ট্রপতি
আর্থ-সামাজিক উন্নয়নের বিবেচনায় বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য এক ‘রোল মডেল’ বলে মন্তব্য করেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
শনিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, “আমরা একসঙ্গে আমাদের অংশীদারিত্বের সোনালি অধ্যায় রচনা করছি।”
প্রেস ইনফরমেশন ব্যুরো অব ইন্ডিয়া জানিযেছে, রামনাথ কোবিন্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, “দু’দেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত এ সম্পর্ককে পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে আরও জোরদার করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
“আমাদের অংশীদারিত্ব ঐতিহাসিক, সময়ের নিরিখে পরীক্ষিত ও টেকসই, যা গড়ে উঠেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে,” উল্লেখ করে তিনি আরও বলেন, এ যাত্রায় বাংলাদেশের সঙ্গী হতে পেরে ভারত সম্মানিত।
রামনাথ কোবিন্দ প্রত্যয় ব্যক্ত করেন যে, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় প্রকল্পগুলো একটি সংযুক্ত ও সমৃদ্ধ এলাকা সৃষ্টি করবে।
সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্স নীতিরও প্রশংসা করেন ভারতীয় রাষ্ট্রপতি।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ, বিদ্রোহ ও হিংস্র উগ্রবাদ দমনে দু’দেশের যৌথ প্রচেষ্টা ফল দিচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
দু'নেতার সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচিতে যোগ দেবার জন্য বাংলাদেশ সফর করতে রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছেন।
দু’নেতার এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান।