৫৫ বছরে জিরুদের কীর্তিই প্রথম
চেলসির একাদশে নিয়মিত জায়গা হয় না তার। ইংলিশ প্রিমিয়ার লিগে বেশিরভাগ ম্যাচে দর্শক সারিতে দেখা যায় অলিভিয়ের জিরুদকে। অথচ চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলতে নেমে ফরাসি এই স্ট্রাইকার গড়লেন বিরল এক কীর্তি।
সেভিয়ার ঘরের মাঠেই একটার পর একটা গোল দিয়ে গেছেন তিনি। হ্যাটট্রিক করেও থামেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। ম্যাচে মোট ৪টি গোল করেছেন তিনি। তার গোলেই সেভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে চেলসি।
এই চার গোলে অনন্য এক কীর্তি গড়ে ফেলেছেন জিরুদ। চ্যাম্পিয়ন্স লিগ বা আরসটির আগের নাম ইউরোপিয়ান কাপে গত ৫৫ বছরে সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি। ৩৪ বছর ৬৩ দিন বয়সে দারুণ এক হ্যাটট্রিকের মালিক হলেন ফরাসি স্ট্রাইকার।
ইউরোপ সেরা এই টুর্নামেন্টে জিরুদের চেয়ে বেশি বয়সী ফুটবলারের হ্যাটট্রিকের ঘটনা খুঁজতে অনেক পেছনে যেতে হবে। তার চেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ১৯৬৫ সালের সেপ্টেম্বরে হ্যাটট্রিক করেছিলেন রিয়াল মাদ্রিদের হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস। ৩৮ বছর ১৭৩ দিন বয়সে ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
জিরুদের কীর্তির ম্যাচে সেভিয়া কেবল শাসনই হজম করে গেছে। পুরো ম্যাচে চেলসি দাপট দেখিয়েছে। আর কিছক্ষণ পরপর গোল দলকে এগিয়ে নিয়ে গেছেন জিরুদ। আগেই নক আউট পর্ব নিশ্চিত করা চেলসি 'ই' গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে। এই ম্যাচ হারলেও সেভিয়া আগেই নক আউট পর্বে উঠেছে। আগের লেগে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল চেলসি।