জেমস বন্ডের এলিয়েন সন্ধানী সেই টেলিস্কোপের পতন
বিশ্বের সবচেয়ে বড় একটি রেডিও টেলিস্কোপ যা প্রায় অর্ধ শতাব্দীর ধরে নক্ষত্র পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছিল তা ধসে পড়েছে গত মঙ্গলবার।
৫৭ বছর পুরনো এই টেলিস্কোপটি পুয়ের্তো রিকোর অ্যারেসিবো অবজারভেটরিতে অবস্থিত।
এই টেলিস্কোপটি বিখ্যাত জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই সিনেমাটিতেও ব্যবহৃত হয়েছিল যেখানে পিয়ার্স ব্রসনান এর জিরো জিরো সেভেন শত্রুপক্ষ শন বিনস এর জিরো জিরো সিক্স এর সাথে লড়াই এর সময় এই টেলিস্কোপটির উপরে উঠেন। সিনেমায় দেখানোর পরেই এই টেলিস্কোপটি আরও বিখ্যাত হয়।
দুর্ভাগ্যবশত গত আগস্টের দিকে টেলিস্কোপটির বেশ ক্ষয়ক্ষতি হয় এবং এরপর থেকে এটির অবস্থা আরও খারাপ হচ্ছিলো।
টেলিস্কোপটির ৯০০ টন ওজনের ইনস্ট্রুমেন্ট প্ল্যাটফর্ম যা ৩০৫ মিটার চওড়া একটি রিফ্লেক্টর ডিশের উপর থেকে আসা ১৩৭ মিটার তার দ্বারা সংযুক্ত ছিল ,সেটি গত মঙ্গলবার সকালে ভেঙ্গে পড়ে বলে জানিয়েছে ইউএস সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ)।
তবে এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা বিজ্ঞানীরা এলিয়েনের অস্তিত্ব খুঁজতে, দূরবর্তী গ্রহগুলো নিয়ে গবেষণা করতে কিংবা বিপদজনক গ্রহাণু পর্যবেক্ষণ করতে এই টেলিস্কোপটি ব্যবহার করতেন।
গত গ্রীষ্মে টেলিস্কোপটির দুটি ক্যাবল ভেঙ্গে যায়, এর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই অবজারভেটরিটি বন্ধ করে দিতে হয়। সে সময় ইঞ্জিনিয়াররা টেলিস্কোপের ক্ষয়ক্ষতি সারানোর চেষ্টা করেছিলেন।