নিলামে উঠলো ১৭০টি বন্যহাতি
আফ্রিকা মহাদেশের দক্ষিনাঞ্চলের দেশ নামিবিয়ায় ১৭০টি বন্যহাতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। খরা এবং বন্যহাতির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নিউ এরা-তে প্রকাশিত এক বিজ্ঞাপনে জানানো হয়েছে, এ অঞ্চলে মানুষ ও হাতির সংঘর্ষের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অধিক সংখ্যক বন্যহাতি এ অঞ্চলের মানুষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়।
শিকার ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের কারণে বর্তমানে হুমকির মুখে আছে দেশটির বন্যপ্রাণীর অস্তিত্ত্ব।
দেশটির মিনিস্ট্রি অব ইনভায়রনমেন্ট ফরেস্ট্রি অ্যান্ড ট্যুরিজম জানিয়েছে, নামিবিয়ার যে কোনো ব্যক্তি এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিদেশিদের কাছেও হাতিগুলো বিক্রি করা হবে।
বিদেশি ক্রেতাদের নিজদেশের বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ থেকে সে দেশে হাতি রপ্তানি অনুমতির প্রমাণপত্র ও হাতিগুলো কোথায় রাখা হবে তার প্রমাণ দেখিয়েই হাতি কিনতে হবে।
দেশটির সরকারি হিসাব মতে, ১৯৯৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বন্যহাতির সংখ্যা বৃদ্ধি পেয়ে সাড়ে সাত হাজার থেকে ২৪ হাজার হয়েছে। বিভিন্ন সময়ে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সহায়তাও পেয়েছে দেশটি।
গত বছর বিপন্ন প্রাণীর বৈশ্বিক বাণিজ্য নীতি থেকে সরে আসার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে দেশটি। বিপন্ন প্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত কনভেনশনে (সিআইটিইএস) বিপন্ন সাদা গন্ডারের শিকার ও বাণিজ্য নীতি শিথিলের বিপক্ষে বিভিন্ন দেশ ভোট দেয়ার পরই এ কথা জানায় দেশটি।
বিপন্ন বন্যপ্রাণীর ট্রফি শিকার ও রপ্তানির পক্ষে মত দিয়ে দেশটি জানায়, এর মাধ্যমে প্রাপ্ত অর্থ প্রজাতিগুলোর রক্ষায় সহায়ক হবে।
গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার এ দেশটি মোট ১০০টি বুনো মহিষ বিক্রির জন্য নিলামে তোলে। দেশটি ২০১৯ সালেই ৫০০টি মহিষ সহ ১ হাজার বন্যপ্রাণী বিক্রির জন্য নিলামে তোলে।
সূত্র: সিএনএন