প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সোনিয়া প্রিয়াঙ্কা মনমোহন
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী রোববার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
নয়াদিল্লিতে শেখ হাসিনা তাজমহল হোটেলে অবস্থান করছেন, সেখানেই কংগ্রেস নেত্রী তাঁর সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সোনিয়া-তনয়া প্রিয়াঙ্কা গান্ধী।
সাক্ষাতে তাঁরা আনন্দঘন সময় কাটান এবং পরস্পরকে নিয়ে পুরনো স্মৃতি চারণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী তাঁর প্রেস সচিব ইহসানুল করিম এই সাক্ষাতের বিস্তারিত সাংবাদিকদের জানান।
কংগ্রেস নেতাদের উপস্থিতিতে, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণের বাংলাদেশের পাশে থাকার বিষয়টি স্মরণ করেন শেখ হাসিনা।
সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের রাজনীতিতে যোগ দিয়েছেন। সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান। তিনি সোনিয়া গান্ধীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এই সাক্ষাৎ নিয়ে কংগ্রেসের অন্যতম জেনারেল সেক্রেটারি ও উত্তর প্রদেশের পূর্বাংশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন উচ্ছ্বসিত। তিনি এ নিয়ে টুইট করেন এভাবে: “কত দিন ধরে শেখ হাসিনাজির সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলাম। এমন একটা আলিঙ্গন অনেক দিন ধরে পাওনা ছিল। ব্যক্তিগত কষ্ট সামলে নিয়ে, লড়াই করে, সাহস ও ধৈর্য নিয়ে নিজের বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার যে শক্তি তাঁর, সেটা আমার জন্য সবসময়ই বিরাট প্রেরণা।”
কংগ্রেস নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং শেখ হেলালউদ্দিন এমপি।