টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কমলা
২০২০ সালের নির্বাচনে জয়লাভের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করায় যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এবছরের 'বর্ষসেরা ব্যক্তিত্ব' খেতাব দিয়েছে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন।
৭ ডিসেম্বর প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কমলা হ্যারিস।
সাময়িকীটির প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, "আমেরিকার ইতিহাস বদলে দিয়ে, সহমর্মিতার শক্তি যে বিভাজনের চেয়ে শক্তিশালী তা দেখিয়ে দেওয়ার জন্য এবং আঘাতে জর্জরিত পৃথিবীকে স্বপ্ন দেখানোর জন্য জো বাইডেন ও কমলা হ্যারিসকে টাইমের ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত করা হয়েছে।"
এবছরের 'বিজনেস পার্সন অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছেন অনলাইন ভিডিও কনফারেন্সের প্লাটফর্ম জুমের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান। মহামারির সময়ে লকডাউন জারি হলে অ্যাপটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
টাইমের এবছরের গার্ডিয়ান অব দ্য ইয়ার খেতাব পেয়েছেন ডা. অ্যান্থনি ফাউসি, মহামারি মোকাবেলায় নিযুক্ত সম্মুখসারির কর্মীরা, আসা ট্রায়োরে, পোরশে বেনেট-বে এবং বর্ণবাদ বিরোধী কয়েকটি সংগঠন।
১৯২৭ সাল থেকেই এ খেতাব দিয়ে আসছে সাময়িকীটি। প্রথমদিকে খেতাবটির নাম 'ম্যান অব দ্য ইয়ার' থাকলেও পরবর্তীতে নাম বদলিয়ে 'পার্সন অব দ্য ইয়ার' করা হয়। ২০১৯ সালে এ খেতাব জিতেছিল জলবায়ু আন্দোলনকর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ।
তবে বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব পাওয়া সকলেই যে কল্যাণের পথে ভূমিকা রেখেছেন এমনও নয়। ১৯৩৮ সালে টাইমের 'ম্যান অব দ্য ইয়ার' খেতাব জিতেছিল অ্যাডলফ হিটলার।
ঘটনাবহুল এ বছরের বর্ষসেরা ব্যক্তিত্ত্বের খেতাবের দৌঁড়ে বাইডেন-হ্যারিস ছাড়াও ছিলেন ট্রাম্প, সম্মুখসারির স্বাস্থকর্মীরা, ডা. ফাউসি এবং বর্ণবাদ বিরোধী 'দ্য মুভমেন্ট ফর রেসিয়াল জাস্টিস' আন্দোলন।
'অ্যাথলেট অব দ্য ইয়ার' খেতাব পেয়েছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস, 'এন্টারটেইনার অব দ্য ইয়ার' খেতাব পেয়েছে দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস।
টাইম ম্যাগাজিন এবছর প্রথমবারের মতো 'কিড অফ দ্য ইয়ার' খেতাব দিয়েছে। এবছরের কিড অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী গীতাঞ্জলি রাও।