মেসি-রোনালদোকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা লেভানডোভস্কি
লিওনেল মেসি, না হয় ক্রিশ্চিয়ানো রোনালদো; ২০০৮ সাল থেকে ফিফা বর্ষসেরার পুরস্কার এই দুজনের ঝুলিতেই উঠেছে। মাঝে (২০১৮) শুধু একবার লুকা মদ্রিচ এই রীতি ভেঙেছেন। এবার মেসি, রোনালদোকে পেছনে ফেলে ২০২০ সালের ফিফা বর্ষসেরা বা 'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
বায়ার্নের ট্রেবল জয়ে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্বসেরার খেতাব দেওয়া হলো পোল্যান্ডের এই তারকা ফুটবলারকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন লেভানডোভস্কি। বিশ্বসেরার এই পুরস্কারটি গতবার জিতেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ রাইট ব্যাক লুসি ব্রোঞ্জ। উরুগুয়ের দুই খেলোয়াড় লুইস সুয়ারেস ও জর্জিয়ান দে আরাসকায়েতাকে পেছনে ফেলে বর্ষসেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিয়াং মিন।
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি জিতলেন লিভারপুলের জার্মান এই কোচ। তার হাত ধরে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুর। বর্ষসেরা নারী কোচ হয়েছেন নেদারল্যান্ডসের সারিনা ভিকম্যান।
বায়ার্নের হয়ে ট্রেবলজয়ী ম্যানুয়েল নয়্যার জিতেছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। বায়ার্নের জাল সুরক্ষিত রাখতে পুরো মৌসুমে দেয়াল তুলে দাঁড়িয়ে ছিলেন জার্মানির এই গোলরক্ষক। বর্ষসেরা নারী গোলরক্ষক নির্বাচিত হয়েছেন সারা বউহাদি। ফ্রান্সের তারকা এই গোলরক্ষক ফরাসি ক্লাব লিওঁ'র হয়ে খেলেন।
ফিফা বর্ষসেরার পুরস্কারজয়ীরা:
বর্ষসেরা ফুটবলার: রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা নারী ফুটবলার: লুসি ব্রোঞ্জ (ম্যানচেস্টার সিটি)
বর্ষসেরা গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, বায়ার্ন মিউনিখ
বর্ষসেরা নারী গোলরক্ষক: সারা বউহাদি, লিওঁ
বর্ষসেরা কোচ: ইয়ুর্গেন ক্লপ, লিভারপুর
বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিকম্যান, নেদারল্যান্ডস
পুসকাস অ্যাওয়ার্ড: সন হিয়াং মিন, টটেনহ্যাম হটস্পার,
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মাত্তিয়া আগনেসে (ইতালি)
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: মারিভালদো ফ্রান্সিসকো ডা সিলভা
ফিফা বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল)।
ডিফেন্ডার: আলেক্সান্ডার আরনল্ড (লিভারপুল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ) ও আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি) ও থিয়াগো আলকান্তারা (লিভারপুল)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস)।