বার্সায় মেসির সঙ্গে খেলতে চান লেভানডোভস্কি
মেসি বার্সেলোনা ছেড়েছিলেন ২০২১ সালের আগস্টে। পিএসজির সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় এবং সমর্থকদের মেসি-বিদ্বেষী আচরণের জন্য প্যারিসে আর না থাকা প্রায় নিশ্চিত মেসির।
সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে সৌদি আরবের আল–হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির পাশাপাশি বার্সেলোনার নামও উচ্চারিত হচ্ছে। কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তাও মেসিকে বার্সায় ফিরিয়ে আনতে চান।
এদিকে মেসির সঙ্গে বার্সায় খেলতে মুখিয়ে আছেন রবার্ট লেভানডোভস্কি। বার্সার ২৭ তম লা লিগা জয়ের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন এই পোলিশ স্ট্রাইকার। নিজের প্রথম মৌসুমেই লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা প্রায় নিশ্চিতই বলা চলে।
সামনের মৌসুমে নিজেকে আরো ছাড়িয়ে যেতেই মেসির সহায়তা চান লেভানডোভস্কি, 'আমি অবশ্যই মেসির সঙ্গে খেলতে চাই। সে যেভাবে খেলাটা বোঝে তাতে তার সঙ্গে খেলা সহজ। আমি মেসির সঙ্গে খেলে আরো বেশি গোল করতে পারব মনে করি।'
মেসি গত কয়েক বছরে নিজের খেলার ধরণে পরিবর্তন এনেছেন বলেও মনে করেন পোল্যান্ড অধিনায়ক, 'মেসি নিজের খেলায় বিবর্তন ঘটিয়েছে। সে খেলাটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। মাঠে তার নড়াচড়ায়ও অনেক পরিবর্তন এসেছে।'