ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন যারা
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড' ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। মেসি, রোনালদোকে পেছনে ফেলে ২০২০ সালের ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।
বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ রাইট ব্যাক লুসি ব্রোঞ্জ। উরুগুয়ের দুই খেলোয়াড় লুইস সুয়ারেস ও জর্জিয়ান দে আরাসকায়েতাকে পেছনে ফেলে বর্ষসেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিয়াং মিন।
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি জিতলেন লিভারপুলের জার্মান এই কোচ। বর্ষসেরা নারী কোচ হয়েছেন নেদারল্যান্ডসের সারিনা ভিকম্যান।
বায়ার্নের হয়ে ট্রেবলজয়ী ম্যানুয়েল নয়্যার জিতেছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। বর্ষসেরা নারী গোলরক্ষক নির্বাচিত হয়েছেন সারা বউহাদি। ফ্রান্সের তারকা এই গোলরক্ষক ফরাসি ক্লাব লিওঁ'র হয়ে খেলেন।
ফিফা বর্ষসেরার পুরস্কারজয়ীরা:
বর্ষসেরা ফুটবলার: রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা নারী ফুটবলার: লুসি ব্রোঞ্জ (ম্যানচেস্টার সিটি)
বর্ষসেরা গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, বায়ার্ন মিউনিখ
বর্ষসেরা নারী গোলরক্ষক: সারা বউহাদি, লিওঁ
বর্ষসেরা কোচ: ইয়ুর্গেন ক্লপ, লিভারপুর
বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিকম্যান, নেদারল্যান্ডস
পুসকাস অ্যাওয়ার্ড: সন হিয়াং মিন, টটেনহ্যাম হটস্পার,
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মাত্তিয়া আগনেসে (ইতালি)
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: মারিভালদো ফ্রান্সিসকো ডা সিলভা