ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশের হার ২৩.৭২%
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যাতে ভর্তির যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন ১০ হাজার ১৮৮ জন ভর্তিচ্ছু।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল প্রকাশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের ভর্তি পরীক্ষায় পাশের হার ২৩ দশমিক ৭২ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খ ইউনিটে মোট ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী। গত ২১ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ৬০০০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ১৬ অক্টোবর ২০১৯ বিকাল ৫টা থেকে ৩১ অক্টোবর ২০১৯ বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
“বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৬ অক্টোবর ২০১৯ থেকে ২৩ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর ২০১৯ থেকে ২৩ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।”
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.ais.du.ac.bd ওয়েবসাইটে লগ-ইন করে দেখা যাবে। এছাড়া যেকোন মোবাইল নম্বর থেকে DU Kha Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও ফলাফল জানা যাবে।
গতবছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠায় এবার বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্নেও পরীক্ষা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও খ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।