অনিশ্চয়তা কাটিয়ে আই লিগে খেলতে যাচ্ছেন জামাল
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শঙ্কা জেগেছিল। গুঞ্জন উঠেছিল কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলা হচ্ছে না জামাল ভূঁইয়ার। বাংলাদেশ অধিনায়কের বিকল্প খেলায়াড় খুঁজছে দলটি। কিন্তু বিষয়টি গুঞ্জনই থেকে গেছে। অনিশ্চয়তা কাটিয়ে কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলতে যাচ্ছেন জামাল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ৯ জানুয়ারি মাঠে গড়াবে ভারতের জনপ্রিয় ফুটবলের আসর আই লিগ। এই টুর্নামেন্টে কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলার বিষয়টি চূড়ান্ত হয়ে আছে বেশ আগেই। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময়ে জামাল দলের সঙ্গে যোগ দিতে পারেন কিনা, এ নিয়ে তার আই লিগ খেলায় অনিশ্চয়তা তৈরি হয়।
বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে গত মাসের শেষদিকে কাতারে যায় বাংলাদেশ ফুটবল দল। ম্যাচটিতে কাতারের বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ৫-০ ব্যবধানে হেরে যায় জামাল ভূঁইয়ার দল। এই ম্যাচের পর দল ফিরে এলেও জামাল কাতারে থেকে যান।
কাতার থেকে গত ১০ ডিসেম্বর দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় এই তারকার। কিন্তু ফেরার পথে করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি। পরে তাকে দোহার একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়। করোনামুক্ত হয়ে ২২ ডিসেম্বর দেশে ফেরেন জামাল। এরপর আজ বৃহস্পতিবার কলকাতা যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।
কলকাতা যাওয়ার আগে এক ভিডিও বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন জামাল। আজই দলের সঙ্গে যোগ দেবেন জানিয়ে তারকা এই ফুটবলার বলেন, 'আজ কলকাতা যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ কলকাতা মোহামেডানে যোগ দিব।'
সর্বশেষ বাংলাদেশি ফুটবলার ২০১৪ সালে অ্যাটলেটিকো দি কলকাতার হয়ে খেলেন মামুনুল ইসলাম মামুন, এবার খেলতে গেলেন জামাল। কলকাতা মোহামেডান থেকে প্রতি মাসে প্রায় ছয় লাখ টাকা (৭ হাজার ডলার) পারিশ্রমিক পাবেন বাংলাদেশ অধিনায়ক।