চলচ্চিত্রের তিন সংগঠন একমত, আসছে হিন্দি ছবি
দেশের সিনেমা হলে হিন্দি ছবি প্রদর্শনের ব্যাপারে একমত হয়েছে চলচ্চিত্রে সঙ্গে জড়িত তিনটি সংগঠন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এক দীর্ঘ বৈঠক শেষে ঐক্যমত্যে পৌছান।
দেশের সিনেমা হল বাঁচাতে এই মুহুর্তে হিন্দি ছবির বিকল্প নেই বলেও তারা জানান। পাশাপাশি পাশাপাশি সরকারের কাছে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের নীতিমালা সহজ করারও দাবি জানিয়েছে সংগঠন তিনটি।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি রেস্তোরায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির আহ্বানে তিন সমিতির নেতারা প্রেক্ষাগৃহে বিদেশি ছবি প্রদর্শনের ব্যাপারে দীর্ঘ বৈঠক করেন।
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল। চালুর ঘোষণা এলেও নতুন ছবির অভাবে অনেক মালিক প্রেক্ষাগৃহ চালুর উদ্যোগ নেননি। পাশাপাশি দর্শকও হল বিমুখ হয়ে পড়ে। তাই চলচ্চিত্রের সংকট কাটাতে দেশের প্রেক্ষাগৃহে বিদেশি (হিন্দি) ছবি প্রদর্শনের প্রস্তাব করেন হল মালিকরা।এরপর গত নভেম্বরে হল-মালিক সমিতির নেতারা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন।
বুধবারের বৈঠকে বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রমান গুলজার, প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, নির্মাতা সোহানুর রহমান সোহান, প্রদর্শক সমিতির সাবেক সভাপতি মির্জা আবদুল খালেক, প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন এবং প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওয়াল হোসেন উজ্জ্বল প্রমুখ।