ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় সাত ট্রাক ভারতীয় পেঁয়াজ
করোনা মহামারির মধ্যে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে অস্থির হয়ে পড়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার। দাম বেড়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫০-৩০০ টাকায় বিক্রি হতে থাকে। তবে বছরের শেষের দিকে গত ২৯ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত। এরপর পুনরায় আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ শনিবার (২ জানুয়ারি) সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে সাত ট্রাক পেঁয়াজ। এই সাত ট্রাক পেঁয়াজ প্রবেশের জন্য ভোমরা বন্দরের সহকারি কমিশনারের কার্যালয় থেকে অনুমোদন নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধাক্ষ্য মাকসুদ খান জানান, গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের নির্দেশনায় পেঁয়াজ আমদানি বন্ধের পর আজ প্রথম পেয়াজ আমদানি হচ্ছে ভারত থেকে। প্রথম দিনেই ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোমরা স্থল বন্দরের সহকারি কমিশনার কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য দুপুর ২.৩০ পর্যন্ত সাত ট্রাক পেঁয়াজ আমদানির জন্য অনুমোদন নিয়েছে ব্যবসায়ীরা। এসব ট্রাকগুলো এখন ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এখনো অনুমোদন নেওয়ার সুযোগ রয়েছে। সন্ধ্যা ৬টার পর জানা যাবে কত ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করলো।