বাংলাদেশের ফুটবলের প্রসারে ফিফার সহয়তা অব্যাহত থাকবে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/10/17/fifa_president-_111_0.jpeg)
বাংলাদেশের ফুটবলের প্রসারে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ঢাকায় সফররত ফিফা সভাপতি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেন।
ফিফা সভাপতি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের ফুটবলের উন্নতিতে তিনি অনেক খুশি হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফার সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখতে পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী ফিফা সভাপতিকে জানান, সরকার সারাদেশে ফুটবলসহ অন্যান্য খেলার উন্নয়নে উপজেলা পর্যায়ে ৪৯২টি মিনি স্টেডিয়াম নির্মাণ করছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2019/10/17/fifa_president-_3.jpg)
তিনি আরও জানান, বাংলাদেশে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলা প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। যাতে আরও অনেক শিশুর ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হয়।
নিজের পরিবারের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর ভাই শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাফুফের আমন্ত্রণে একদিনের সংক্ষিপ্ত সফরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেপ ব্লাটার ও জোয়াও হাভেলাঞ্জের পর ফিফার তৃতীয় সভাপতি হিসেবে বাংলাদেশ সফরে এলেন জিয়ান্নি।