অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দিল বাংলাদেশ
ওষুধ প্রশাসনের মুখপাত্র আইয়ুব হোসাইন জানান, বাংলাদেশের পক্ষ থেকে টিকা আমদানিতে এখন আর কোনো বাধাই রইলো না।
বাংলাদেশ ওষুধ প্রশাসন মহাপরিচালকের দপ্তর বেক্সিমকো ফার্মা লি.-কে অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত কোভিড-১৯ টিকা আমদানি এবং বিপণনের অনুমতি দিয়েছে।
সরকারি দপ্তরটির মুখপাত্র আইয়ুব হোসাইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে টিকা আমদানিতে এখন আর কোনো বাধাই রইলো না।
এরআগে, আজ সোমবার (৪ জানুয়ারি) বিকেলেই প্রতিষেধকটির স্বীকৃতি চেয়ে আবেদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তারা ভারতের সেরাম ইনস্টিটিউডের সঙ্গে টিকাটি আমদানির চুক্তি করেছে।