কলাবাগানে ইংরেজি মিডিয়ামের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ৪
রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের এক শিক্ষার্থীকে (১৭) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। চার বন্ধু গ্রুপ স্টাডির কথা বলে তাকে বাসায় ডেকে নেয়। পুলিশ এ ঘটনায় জড়ির থাকার অভিযোগে নিহত শিক্ষার্থীর ছেলেবন্ধুসহ চারজনকে আটক করেছে।
রাজধানীর একটি হাসপাতাল থেকে নিহতের মৃতদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রুপ স্টাডির কথা বলে মেয়েটিকে সেই বন্ধু বাসায় ডেকে নেয়। এরপর শারীরিক নির্যাতনের পর মেয়েটিকে তার সেই বন্ধুটি। সেখানে মেয়েটির মৃত্যু হলে ডাক্তাররা পুলিশকে জানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (রমনা বিভাগ) সাজ্জাদুর রহমান জানান, "মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি । ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে নিশ্চিতভাবে বলা সম্ভব। মামলা দায়েরের প্রস্তুতি নেয়াই আছে।"
পুলিশ মেয়েটির মৃতদেহ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ঢাকা মেট্রোপলিটান পুলিশ নিউ মার্কেট জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার এহসানুল ফেরদৌস জানান, "পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্ত এবং আরও তিনজনকে ঘটনার সাথে সংশ্লিষ্টতায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। যদিও এটি আসলেই ধর্ষণের ঘটনা ছিল কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে হবে। কলাবাগান পুলিশ স্টেশন তদন্তের প্রস্তুতি গ্রহণ করছে।"